কলকাতা ব্যুরো: পাহাড় থেকে হুড়মুড়িয়ে বোল্ডার নেমে এসে ভেঙে গুড়িয়ে দিল কনক দূর্গা মন্দির। মন্দিরের একাং শে বেশ কয়েকজন ওই ধসের নিচে চাপা পরে রয়েছেন বলে আশঙ্কা রয়েছে। সেখানে উদ্ধারকাজ জারি থাকলেও, কতজন আহত বা নিহত হয়েছেন, সে ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানায়নি প্রশাসন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার এই বিখ্যাত কনক দূর্গা মন্দিরে বুধবারই পুজো দিতে আসার কথা ছিল অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির। কিন্তু হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে যাওয়ায়, তার আসা স্থগিত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজয় ওয়ারার ইন্দ্র কেলেড্রি পাহাড়ের গায়ে বিখ্যাত এই কনক দূর্গা মন্দির। হঠাৎ করে পাহাড়ে ধসে অনেকেই বোল্ডার চাপা পড়ে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। সংবাদ সংস্থা এএনআই দুজনের গুরুতর জখম হওয়ার কথা জানিয়েছে। যদিও অসমর্থিত সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন মারা গিয়েছেন। তবে উদ্ধারকার্য জারি রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version