কলকাতা ব্যুরো: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ২৪ অক্টোবর পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। ২২ থেকে ২৪ অক্টোবর মূলত পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতায় ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলিতে ২৩ ও ২৪ অক্টোবর প্রবল বৃষ্টি সঙ্গে ঝড়-বাতাসের পূর্বাভাস রয়েছে।

ইতিমধ্যেই সমুদ্র থেকে মৎস্যজীবীদের উঠে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত নদী বা সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ২৩ ও ২৪ অক্টোবর সুন্দরবনের যাবতীয় ফেরি সার্ভিস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নদী বা সমুদ্র উপকূলে যেসব শস্য মাঠে রয়েছে, তা দ্রুত কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল দীঘা, কাকদ্বীপ ও হাসনাবাদে পাঠানো হয়েছে। দুর্গাপূজার মণ্ডপের সুরক্ষা য় প্রয়োজনীয় পদক্ষেপ করতে জেলাশাসকদের ও কলকাতা পুরসভাকে তৎপর হওয়ার জন্য নির্দেশ দিয়েছে নবান্ন। এই কয়েকদিন দীঘা, মন্দারমনি, শংকরপুর, সাগর আইল্যান্ড সবরকম জল সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকেই প্রকৃতির তান্ডব শুরু হয়ে যাবে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একদিকে প্রবল বাতাস আর তার সঙ্গে প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের বহু এলাকা। কলকাতার কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কায়, এখন থেকেই ব্যাবস্থা নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে। মোটের উপর করোনা আবহে দুর্গাপূজা আর দর্শনার্থীর ভিড় নিয়ে যখন প্রবল দোটানায় বঙ্গসমাজ, তখন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যা বলছে তাতে ঝড়ঝঞ্ঝাতেই এবার পুজোর অষ্টমী পর্যন্ত ঘরেই আটকে থাকতে হতে পারে বাংলাকে।

Share.
Leave A Reply

Exit mobile version