কলকাতা ব্যুরো: দীর্ঘ লক ডাউনের পর ইতিমধ্যেই খুলেছে কালীঘাট মন্দির। যদিও এখনো সাধারণ ভক্তবৃন্দকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। পঞ্চমী থেকে খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। পুজোর সময় সকাল ৬ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এবং বিকেল ৪ টে থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকবে গর্ভগৃহ। পুজোর সময়ে ভক্তদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির পরিচালন কমিটি।
					 Previous Articleআজকের সোনা – রুপোর দর
				
		
					Next Article করোনার বিধি মেনে গোরখপুরে চলছে স্কুল
				
		
	Related Posts
			
				Add A Comment			
		
	
	
		
									 
					