কলকাতা ব্যুরো: হাতির তান্ডবে অতিষ্ঠ বাঁকুড়ার বড়জোরা ও ঝাড়গ্রামের গিধনি। গত কয়েকদিন ধরেই ওই এলাকাগুলিতে রয়েছে হাতির পাল। তার জেরেই অতিষ্ঠ স্থানীয় মানুষ। বাঁকুড়ার বড়জোরার এখন রয়েছে ৩৮ টি হাতির একটি দল। বেলিয়াতোড়ে রয়েছে আরো দুইটি হাতি। এখনো মানুষের প্রাণহানির ঘটনা না ঘটলেও, তারা ফসলের ক্ষতি করছে যথেষ্টই। মাঠে এখন পাকা ধান। তা নষ্ট হাওয়ায় ক্ষুব্ধ মানুষ। তারা চাইছেন, যত দ্রুত সম্ভব ওই হাতির পালকে তাড়িয়ে জঙ্গলে পাঠাতে। বন দপ্তরের কাছে সেই আবেদনও জানিয়েছেন গ্রামবাসীরা।
অন্যদিকে ১৩ টি হাতির একটি দল এখন রয়েছে ঝাড়গ্রামে। গতকালই তারা কয়েকটি গ্রাম পেরিয়ে ঢুকে পড়ে গিধনি বাজারে। তা নিয়ে হুলুস্থুল পরে যায়। তৈরি হয় আতঙ্ক। গত কয়েক বছর ধরেই রাজ্যে, বিশেষত দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হাতির এই সমস্যা দেখা যাচ্ছে।