কলকাতা ব্যুরো: আশঙ্কাই সত্যি হলো। ইউক্রেনে রুশ হামলায় প্রাণ হারালেন ভারতীয় এক পড়ুয়া। মঙ্গলবার সকালে খারকভে রুশ গুলিগোলায় মৃত্যু হয়েছে ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার দুপুরে টুইট করে মর্মান্তিক খবরটি জানালো বিদেশমন্ত্রক। এই প্রথম ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কোনও ভারতীয়ের মৃত্যুর খবর মিললো। 

জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম নবীন শেখারারাপ্পা গ্যানাগৌড়ার। তিনি উত্তর কর্ণাটকের বাসিন্দা। তিনি ইউক্রেনের খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া। এদিন সুপারমার্কেটে খাবার কিনতে গিয়েছিলেন নবীন। সেইসময় সকাল ৭ টায় খারকিভে একটি রকেট হামলায় তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর মরদেহ আপাতত খারকিভের একটি মর্গে রাখা হয়েছে।

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে জানান, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ সকালে খারকভে শেলিংয়ের জেরে এক ভারতীয় পড়ুয়া প্রাণ হারিয়েছে। বিদেশমন্ত্রক মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত।

বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছে, রাশিয়া এবং ইউক্রেনে আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ফের ভারতীয়দের নিরাপদে দেশে ফেরত পাঠানোর দাবি জোরালো করতে বলেছি। দুই দেশের দূতাবাসের তরফেও সেই দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনে সবমিলিয়ে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে ছিলেন। এদের বেশিরভাগই মেডিক্যাল পড়ুয়া। যুদ্ধ পরিস্থিতিতে এঁদের দ্রুত উদ্ধার করার চেষ্টা করছে ভারত সরকার। ভারতীয়দের উদ্ধার করার উদ্দেশে ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছে কেন্দ্র। কিন্তু এখনও পর্যন্ত বহু ভারতীয়ই আটকে রয়েছেন ইউক্রেনে। যুদ্ধ শুরুর ছ’দিন পরও কেন সব ভারতীয়কে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে ফেরানো গেল না? তা নিয়ে প্রশ্ন উঠছে।

Share.
Leave A Reply

Exit mobile version