কলকাতা ব্যুরো: অবশেষে রাত পোহালেই রাজ্যে শেষ দফার ভোট। যদিও শেষ দফার ভোটে একমাত্র আলোচনা বীরভূম জেলার ১১ টি কেন্দ্র ঘিরে। অন্যদিকে কলকাতা উত্তরের সাতটি বিধানসভার রয়েছে। এর বাইরে মুর্শিদাবাদ এবং মালদায় কিছু কেন্দ্র রয়েছে। মোট ৩৫ টি বিধানসভায় ৮৪ লক্ষ ভোটার ভোট দেবেন। তবে অষ্টম দফার নির্বাচনের আগেই, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজর বন্দি করার সেই পুরনো খেলা এবারেও জারি রাখলো নির্বাচন কমিশন। তাতে অবশ্য ফল কতটা হবে তা বোঝা যাবে সময়ে।
এদিন সকাল থেকে অনুব্রত তার গাড়ি নিয়ে চরকি বাজি করে দৌড় করালেন কমিশনের নজরবন্দি দলকে। সাঁইথিয়া, রামপুরহাট, তারাপীঠ ঘুরে শেষ পর্যন্ত অবশ্য কেষ্ট মন্ডলের দেখা পেয়েছে নজর দার দল। কিন্তু এইভাবে তাকে নজরবন্দি করে আদতে বিজেপির কতটা লাভ হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।
এই দফায় মোট বাহিনী থাকবে ৭৫৩ কোম্পানি। ভোটের কাজে ব্যবহার করা হবে ৬৪১ কোম্পানি।

বীরভূম – ২২৪ কোম্পানি, মালদা – ১১০ কোম্পানি।
মুর্শিদাবাদ – ২১২ কোম্পানি। কলকাতা উত্তর – ৯৫ কোম্পানি। অষ্টম দফায় মোট বুথ ১১৮৬০ টি।

মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই শেষ দফা নির্বাচনে ব্যবহার করা হবে। বাকি ৩১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ছেড়ে দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version