কলকাতা ব্যুরো: সকাল থেকে বোমাবাজি, প্রার্থীকে মারধর, সমর্থকদের পেটাপিটি সহ উত্তপ্ত রাজ্যের শেষ দফার নির্বাচন। এদিন মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং কলকাতার মোট ৩৫ টি আসনে নির্বাচনকে ঘিরে কমবেশি সব জেলাতেই গোলমাল ছিল সকাল থেকে। তবে সব থেকে বেশি গোলমাল চলতে থাকে বীরভূম এবং কলকাতায়। এরই মধ্যে মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম সমর্থককে গাড়িচাপা দিয়ে পিষে মেরে ফেলার অভিযোগ উঠেছে। যদিও তার সঙ্গে রাজনীতির যোগ নেই বলেও উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সকাল থেকেই বীরভূমের নানুর, ময়ূরেশ্বর, লাভপুর এলাকায় গোলমাল শুরু হয়। গোলমাল হয় সিউড়িতে। আগে থেকেই বীরভূমের বহু এলাকা থেকে বোমা উদ্ধার করা হয়েছে। আবার বোমাবাজির অভিযোগও উঠেছে। বিজেপির প্রার্থীর গাড়ি ভাঙচুর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল তা স্বীকার করতে চায়নি। মুর্শিদাবাদের ডোমকল, রানীনগর এলাকায় তৃণমূল সমর্থকরা সিপিএম প্রভাবিত পাড়াগুলোতে গিয়ে লোকেদের ভোট দিতে যেতে বাধা দেয় বলে অভিযোগ। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী সেইসব এলাকায় গিয়ে তৃণমূল সমর্থক দের তাড়া করে। প্রায় চোর-পুলিশ খেলা চলতে থাকে কেন্দ্রীয় বাহিনী ও তৃণমূলের মধ্যে।

কলকাতায় সকাল থেকেই চলে বোমাবাজি। মহাজাতি সদনের সামনে এলাকায় একটি গাড়ি থেকে দুটি বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর কিছুক্ষন পরেই রবীন্দ্র সরণিতে ফের বোমা পরে। বেলেঘাটা, চৌরঙ্গী, বেলগাছিয়া এলাকায় চলে দুপক্ষের মারধর। বিজেপির প্রার্থী কল্যাণ চৌবেকে মারধরের অভিযোগে করেছেন তিনি। তার বিরুদ্ধে আবার মহিলা তৃণমূল কাউন্সিলরকে গায়ে হাত দেওয়ার অভিযোগ করেছেন সাধন পান্ডে।

Share.
Leave A Reply

Exit mobile version