কলকাতা ব্যুরো: গরমে নাভিশ্বাস। কলকাতা বা আশপাশে বৃষ্টির কোনও নামগন্ধ নেই শিলিগুড়িতে। মানুষ জেরবার গরমে। আর প্রাণীকুলের অবস্থা কহতব্য নয়। আর তারা যদি হয় পাহাড়ে প্রবল ঠান্ডায় অভ্যস্ত কোনো জীব। এই যেমন ব্ল্যাক বিয়ার। প্রবল শীতে যারা অভ্যস্ত, এখন বেঙ্গল সাফারিতে সেই সব ভালুকদের প্রবল গরমে অবস্থা কাহিল।
তাদের একটু আরাম দিতে তাই কর্তৃপক্ষের ভরসা বড় বড় বরফের চাঙ্গর। জেনিফার, ধ্রুব, ড্যাডির মতো না-মানুষরাও এই গরমে ঘরের মধ্যে এমন এক টুকরো বরফ পেয়ে কি আনন্দই না পেয়েছে। দেখে নিন নিজেদের চোখেই।

Share.
Leave A Reply

Exit mobile version