কলকাতা ব্যুরো: সোমবার সকালে হাওড়া থেকে ঘোলা যাওয়ার সময় একটি সরকারি বাস চিৎপুর লক গেটের হাইট বেড়িয়ারে ধাক্কা মারে। এই ঘটনায় ওই বাসের দুই যাত্রী জখম হন। তাঁদের আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিৎপুর থানা বাস ও তার চালককে আটক করেছে।
Type above and press Enter to search. Press Esc to cancel.
Login to your account below.