কলকাতা ব্যুরো: বালি ও বেলুড় এলাকায় দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তা সংস্কারে এবার অবরোধের পথে হাঁটলেন নাগরিকরা। শনিবার বালির পদ্ম বাবু রোডে বিক্ষোভ দেখান তারা। এরপর চলে অবরোধ। আশ্বথতলা মোড়েও হয় আন্দোলন এবং অবরোধ।
এই অবরোধে দাবি ওঠে দ্রুত শহরের এইসব এলাকার রাস্তাগুলো সংস্কার করতে হবে। গত প্রায় ছ’মাস ধরে করোনা আবহে লকডাউন এবং তারপরে আনলক হলেও, নাগরিক পরিষেবার কাজ হচ্ছে না বলে অভিযোগ নাগরিকদের। বহু এলাকায় রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। তার মধ্যে বৃষ্টিতে পরিস্থিতি আরো খারাপ। কোথাও কোথাও চাপে পড়ে ইট দিয়ে পিচের রাস্তা জোড়াতালি দেওয়ার কাজ হয়ে ছিল। কিন্তু বৃষ্টি পড়তেই সেসব হাড়গোড় বেরিয়ে গিয়ে রাস্তার কঙ্কাল আবার ফিরে এসেছে। ফলে এই খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনা ঘটছে।
নাগরিকদের এই বিক্ষোভ অবরোধ নেতৃত্ব দেন সি পি আই এম এল লিবারেশন নেতা নীলাশিস বসু, তপন ঘোষ ও দীপক চক্রবর্তীর নেতৃত্বের দাবি ওঠে হাওড়া পুরসভাকে দ্রুত রাস্তাগুলো সংস্কার করতে হবে।
		
									 
					



