সম্বিৎ চ্যাটার্জি

সুখী পরিবার আমাদের জীবনের একটি অমূল্য সম্পদ । পরিবারের সমর্থন আমাদের দৈনন্দিন কাজে উৎসাহ জোগায় । পরিবারের মানুষগুলির সহযোগিতা অনেক প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করে অটুট থাকতে ।
এই একান্ত কাম্য পারিবারিক সুখ ও শান্তি জীবনে অনেক ক্ষেত্রেই অধরা থেকে যায় । যে মানুষগুলির সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে ওঠার কথা ছিল , তাদের সাথেই দৈনন্দিন কলহ মানুষকে জীবন সম্পর্কে উৎসাহহীন করে তোলে ।এই পরিস্থিতি কখনোই কাম্য নয় ।
আমরা যে স্থানে বসবাস করি , সেখানকার পরিমণ্ডল ও অন্দরসজ্জা বসবাসকারী প্রতিটি মানুষের ওপরই প্রভাব ফেলে ।অর্থাৎ প্রত্যেক পারিবারিক সদস্যই এই বৈশিষ্ট্যগুলির দ্বারা প্রভাবিত হন ।
বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী, আমাদের বাসস্থানের দক্ষিণ পশ্চিম দিকটি এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়ে থাকে । অবচেতন মনের সাথে বাস্তুশাস্ত্রের সম্পর্কের বিষয়ে আগেই বলেছি ।ওই দিকটিতে থাকা আসবাবপত্র, তার রং ইত্যাদির প্রভাব পারিবারিক সদস্যদের অভ্যন্তরীণ সম্পর্ককে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে ।
আমি অনেক ক্লায়েন্টের বাড়িতে এই দিকে কিছু বিশেষ ভুল (defect) লক্ষ্য করে তাঁদের পারিবারিক সম্পর্কের বিষয়টি আলোচনা করেছি।শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত পেয়েছি।
বাকি ১০ ভাগ ক্ষেত্রে স্থানটির নিজস্ব অতিরিক্ত শক্তি (extra zonal energy) নেতিবাচক প্রভাবকে স্থায়ী হতে দেয়নি।অথবা এমনও হতে পারে অন্য কোনো স্থানের ইতিবাচক প্রভাব তাকে প্রভাবিত করেছে। এবিষয়ে একদিন বিশদে আলোচনা করা যাবে ।
বাস্তুশাস্ত্রের নিয়মগুলিকে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে বাস্তবতাকে (Reality) আমাদের অনুকূলে আনা সম্ভব ।আসল উদ্দেশ্য হলো জীবনকে সুখ ও শান্তিময় করে তোলা ।

SAMBIT CHATTERJEE
Wellness Advisor and Founder Vaastu Consultant
SOLVEVAASTU.COM
CONTACT/WHATSAPP : 9831225933
MAIL : info@solvevaastu.com/vastusambit1@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version