সম্বিৎ চ্যাটার্জি

আজ ফেংশুই সম্পর্কে আমরা কয়েকটি কথা জানবো। প্রায় ৫০০০ বছরের পুরনো এই বিজ্ঞান পরিবেশের সাথে আমাদের জীবনযাপনের সম্পর্ক নিয়ে বিভিন্ন নীতি ও নিয়ম আমাদের জানায় ।
আক্ষরিক অর্থে ফেংশুই কথাটির মানে ‘বাতাস ও জল’ । আমাদের চারপাশের পরিবেশের বিভিন্ন উপাদান আমাদের জীবনযাপনকে বিভিন্নভাবে প্রভাবিত করে ।

ফেংশুই মতে পরিবেশের ৫ টি জরুরি উপাদান হল :
কাঠ
আগুন
ধাতু
ভূমি
জল .
এই উপাদানগুলি আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে:
কাঠ : সৃজনশীলতা ও উন্নতি
আগুন : নেতৃত্ব ও দৃঢ়তা
ধাতু : কোনো কিছুর প্রতি ফোকাস এবং সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধ কর্মপ্রক্রিয়া
ভূমি : শক্তি এবং স্থায়ীত্ব
জল : আবেগ এবং অনুপ্রেরণা

ভারসাম্যযুক্ত (Balanced) অবস্থায় থাকলে এগুলি জীবনের বিভিন্ন দিককে ইতিবাচক শক্তির দ্বারা পরিচালিত ও প্রভাবিত করে । অন্যথায়, ওইসব ক্ষেত্রে দেখা দিতে পারে নানারকম বিশৃঙ্খলা ও সমস্যা । ফেংশুই মতানুযায়ী মূলতঃ ২ টি শক্তিকে ( energy) ভারসাম্যযুক্ত করা হয়।এগুলি হল – ইন (YIN)
এবং ইয়াং (YANG) । পর্যাপ্ত ভারসাম্যে থাকলে ইতিবাচক ফেংশুই জীবনে কাঙ্খিত প্রভাব আনে।এজন্য কিছু মূল নিয়ম আমাদের মেনে চলা উচিত :
১. ঘরবাড়ি আবর্জনামুক্ত রাখা উচিত
২. ৫ টি মূল উপাদানকে ভারসাম্যে রাখা
৩. মূল প্রবেশপথকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা
অর্থ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই ফেংশুই নীতিগুলি প্রয়োগের মাধ্যমে আমরা জীবনকে করে তুলতে পারি আরো সুন্দর ও সহজ । পরে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছে রইল ।

SAMBIT CHATTERJEE
Wellness Advisor and Founder Vaastu Consultant
SOLVEVAASTU.COM
CONTACT/WHATSAPP : 9831225933
MAIL : info@solvevaastu.com/vastusambit1@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version