কলকাতা ব্যুরো : প্রভিডেন্ট ফান্ড এবং ই পি এফ এ এখনও ২০১৯ – ২০ অর্থবর্ষের সুদ জমা পড়ল না। সরকারী সূত্র মারফৎ জানা যাচ্ছে ওই আর্থিক বছরের জন্য পি এফ কতৃপক্ষর অছি পরিষদ ৮.৫০ শতাংশ হারে সুদ দেবার যে সিদ্ধান্ত নিয়েছে তা এখনও অনুমোদন করেনি কেন্দ্রিয় অর্থ মন্ত্রক। এর কারণ হিসাবে জানা যাচ্ছে প্রায় ৫ কোটি সদস্য কে এই সুদ দেবার সংস্থান তাদের এই মুহূর্তে নেই। ফলে সুদ আরো কমানো হতে পারে। পি এফ বা ই পি এফ এর এই সুদ আটকে থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের প্রশ্ন টাকা না থাকার দাবিতে কেনো কেন্দ্র মানুষের স্বল্প পুঁজিতে হাত দিচ্ছে বারে বারে ?

গত ৫ মার্চ অছি পরিষদের বৈঠকে ২০১৯ – ২০ সালের সুদ আগের বছরের থেকে ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৫০ শতাংশ করার সিদ্ধান্ত হয়। অর্থ মন্ত্রকের অনুমোদনক্রমে তা ঘোষণা করার কথা শ্রম মন্ত্রকের। কিন্তু এখনও তা হয় নি। ফলে অর্থ বর্ষ শেষের পর এপ্রিলের মধ্যে ই সুদ জমার হিসাব সদস্যদের একাউন্টে দেখানোর রীতি ও মানা হয় নি। তবে অর্থ মন্ত্রক সূত্রের দাবী এই অর্থবশের দ্বিতীয়ার্ধে সুদ জমা পড়বে।

Share.
Leave A Reply

Exit mobile version