কলকাতা ব্যুরো: আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে অত্যন্ত জোরালো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জিন্নয় জন্যই ওই পূর্বাভাস। তবে শুধু এ রাজ্যই নয়, পূর্ব রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ, দক্ষিন হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ডের জন্যও রয়েছে একই সতর্কতা।

এ বছর করোনা আবহে পালিত হতে চলেছে স্বাধীনতা দিবস। এই পরিস্থিতিতে দেশের ৭৪ তম স্বাধীনতা উদযাপন উপলক্ষে রযেছে সরকারি স্তরে নানা বিধিনিষেধও। এরই সঙ্গে প্রকৃতি ও যেন জারি করলো আরো কিছু সতর্কতা।

আগামী দু’ দিনে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও।

এই মুহূর্তে ওড়িশার উত্তর উপকূল এবং গাঙ্গেয় পশ্চিম বঙ্গের ওপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যা আগামী ২৪ ঘন্টায় আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাও এখনো শক্তিশালী। যা আগামী ৩-৪ দিনে দক্ষিণের দিকে এগোবে।

এর প্রভাবে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, হরিয়ানা, চন্ডীগড়, উত্তরপ্রদেশের মতো উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলির বিভিন্ন অংশে আগামী ২-৩ দিন পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে যথেষ্ট বৃষ্টির পূর্বাভাস রয়েছে গুজরাট, কোঙ্কন উপকূল, গোয়া, পূর্ব রাজস্থান,ছত্তিসগড়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকাতেও।

এদিন সকাল থেকেই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে জয়পুর সহ পূর্ব রাজস্থানের এলাকাগুলিতে। সকাল আটটা থেকে পরবর্তী ছয় ঘন্টায় সেখানে বৃষ্টি হয়েছে ১০০ থেকে ২৫০ মিলিমিটার।

Share.
Leave A Reply

Exit mobile version