কলকাতা ব্যুরো : প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা কমলা হ্যারিস আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। জো বাইডেন যদি আমেরিকার প্রেসিডেন্ট হলে কমলা হবেন ভাইস প্রেসিডেন্ট। ভারতীয়দের কাছে নিঃসন্দেহে এ এক সুসংবাদ। কমলার ভাইস প্রেসিডেন্ট হওয়ায় উৎফুল্লো বারাক ওবামা ও। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তে অবাক হয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি কমলা হ্যারিস কে এক ভয়ঙ্কর স্বভাবের মহিলা বলে বর্ণনা দিয়েছেন । শুধু তাই নয় ট্রাম্প জানান ২০১৮ এ বিচারপতি ব্রেট কাভানোফের সিনেট অনুমোদনের শুনানির সময় হ্যারিসের ব্যাবহার ছিল অসন্মানিও এবং বর্বর ধরনের।

কিন্তু কে এই কমলা হ্যারিস ? আমেরিকার ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে জন্মগ্রহণ কমলার। তার মা শ্যামলা গোপালন দক্ষিণ ভারতীয়। চেন্নাই থেকে আমেরিকার ইউ সি বার্কলে বিশ্ববিদ্যালয় এ পড়তে যান তিনি। কমলার বাবা জ্যামাইকান। মায়ের কাছে কমলা ভারতীয় সং্কৃতির অনেক কিছুই শিখেছেন।

ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ আমেরিকার অনেকেই। তাদের অনেকেই জানিয়েছেন বিপক্ষ হলেই এমন মন্তব্য করতে হবে ?

Share.
Leave A Reply

Exit mobile version