কলকাতা ব্যুরো: তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার বঙ্গোসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। পশ্চিমবঙ্গের উপকূলেও এর প্রভাব পড়বে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

চলতি মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় ৪৫ শতাংশ। দুর্বল মৌসুমী বায়ুর কারণে বৃষ্টির ঘাটতি শুরু হয় জুন মাস থেকেই। সেই ঘাটতি পূরণ তো হয়ইনি, বরং তা ক্রমশ বেড়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টিতে সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ হতে পারে। আজ, শনিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

৮ থেকে ১১ অগস্ট পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী এলাকায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভারী বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সোমবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের ছেড়ে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। যারা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের রবিবার সকালে মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version