কলকাতা ব্যুরো : নিরপেক্ষ ও অবাধ ভোটে নিয়ে ফের টুইটারে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফের এই নিয়ে রাজ্য সরকারকে আক্রমণে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল টুইটে লিখেছেন, ভোটারদের ক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে হবে। ভোটারদের ভয়ের পরিবেশ দূর করতে হবে। রাজ্য পুলিশের নিরপেক্ষতার অভাব রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালকে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। তিনি অভিযোগ করেছেন ভোটের আগে রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
ভোট যত এগিয়ে আসছে তত রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত চড়ছে। ফের সরাসরি মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইটে আক্রমণ করেেছন রাজ্যপাল জগদীর ধনখড়। টুইটে তিনি লিখেছেন, ভোটারদের ক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে হবে। ভোচারদের স্বার্থে ভয়ের পরিবেশ দূর করতে হবে। রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল টুইটে।রাজ্যপালের টুইটের পরেই পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি অভিযোগ করেছেন রাজ্যপাল ফিয়ারোফোবিয়া তৈরির চেষ্টা করছেন। রাজ্যে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছেন রাজ্যপাল। বিজেপি হেরে যাবে বুঝতে পেরেই ভোটারদের মধ্যে ভয় তৈরির চেষ্টা করছেন তিনি। সেকারণেই মুখ্যমন্ত্রীকে সরকারি অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম।
ইতিমধ্যেই নির্বাচন কমিশনে গিয়ে রাজ্যে সুষ্ঠু ও অবাধ ভোটের দাবি জানিয়ে এসেছে। রাজ্যে অবাধ ভোটের জন্য আগে থেকেই বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিজেপি। এই নিয়ে রাজ্য সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।