কোলকাতা ব্যুরো : দিল্লিতে অক্সিজেনের অভাবের খবর শুনে স্থানীয় অক্সিজেন প্লান্ট ও সাপ্লায়ারদের কাছ থেকে অক্সিজেন সংগ্র্রহ করে মূর্মুষ কোভিড আক্রান্তদের অক্সিজেন যোগান দিচ্ছে পশ্চিম বর্ধমানে স্বেচ্ছাসেবী সংস্থা ফুড এডুকেশন এন্ড ইকোনমিক ডেভলপমেন্ট সোসাইটি “ ফিড “ । ফিড দীর্ঘ দিন কুল্টীর নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের খাদ্য বিতরন করে থাকে । উম্ফুনের সময় দীর্ঘ দিন সুন্দরবন অঞ্চলে প্রতিদিন প্রায় আঠাশ শো মানুষের আহারের ব্যাবস্থা করে সংবাদের শিরনামে উঠে আসে “ফিড”। সংস্থার অন্যতম চন্দ্রশেখর কুন্ড ও তার দুই বন্ধু ডঃ অপূর্ব চ্যাটার্জী ও অমিতাভ চক্রবর্তী পানাগড়, ওয়ারিয়া রানীগঞ্জের অক্সিজেন প্লান্ট গুলোর সাথে যোগাযোগ করে প্রকৃত কোভিড আক্রান্তের অক্সিজেনের ব্যবস্থা করছেন।

চন্দ্রশেখর বাবু বলেন আমরা রোজ ছয়শোর উপর ফোন কল পাচ্ছি । কোভিড রোগীদের প্রেসক্রিপশন দেখে এবং কথা বলে উপযুক্ত লোককেই সাপ্লায়ারের ফোন নাম্বার দিয়ে অক্সিজেনের ব্যাবস্থা করছে ফিড। আসলে সবাই সিলিন্ডার ঘরে মজুত করতে চাইছে । সেটা বন্ধ করাও আমাদের একটা উদ্দেশ্য।এছাড়া ফিডের যোদ্ধারা নতুন প্রকল্পও শুরু করেছেন আসানসোলের সরাকডিহি ও পলাশডিহা অঞ্চলে । এই অঞ্চলের বেশির ভাগ মানুষই দিনমজুর ।এই এলাকার তাদের একমাত্র সম্বল সরকারি হাসপাতাল। যা এখন রোগীতে পরিপূর্ণ। ওদের নেই স্মার্টফোন বা এম্বুলেন্স। তাই বেশির ভাগ রোগীকে ঘরেই রাখতে হচ্ছে। এই রকম দুটি করে গ্রামকে একসাথে করে , বিনামূল্যে একটি করে অক্সিজেন সিলিন্ডারের ব্যাবস্থা করছেন তারা। ফিড এই ভাবেই বাঁচাচ্ছেন কোভিড আক্রান্ত মূর্মূষ মানুষের জীবন।

Share.
Leave A Reply

Exit mobile version