কলকাতা ব্যুরো: শনিবারও উত্তরের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে জানা গিয়েছে, মধ্যভারত এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার থেকে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তারওপর পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে উত্তর-পূর্ব ভারতে শনিবার পর্যন্ত থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

অন্যদিকে উত্তরবঙ্গে জারি রয়েছে বৃষ্টি। করোনার প্রকোপ একটু কমতেই পাহাড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। ডবল ভ্যাকসিন ডোজ বা আরটিপিসিআর রিপোর্ট নিয়ে পাহাড়ে পৌঁছে যাচ্ছেন অনেকেই। তবে বৃষ্টিতে হোটেলে বসে পাহাড় উপভোগ করা ছাড়া আর কোনও রাস্তাই খোলা থাকছে না তাদের জন্য। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন টুরিস্ট স্পটের অবস্থাও প্রায় একই। প্রবল বৃষ্টিতে ধসেরও আশঙ্কা করা হচ্ছে।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। তবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর থেকে শহরতলিতে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল তা এবার কমবে।

গত ২৪ ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮%। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ২২ মিলিমিটার।

Share.
Leave A Reply

Exit mobile version