কলকাতা ব্যুরো: মেঘভাঙা বৃষ্টির জেরে বড় বিপত্তি অমরনাথে (Amarnath Cloudburst)। জানা গিয়েছে, শুক্রবার প্রবল বর্ষণ ও জলের তোড়ে বেশকয়েক জন ভেসে যান। এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। নিখোঁজ কমপক্ষে ৪০ জন।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে। অমরনাথ (Amarnath Cloudburst) যাত্রার জন্য ওই এলাকায় বেশ কিছু তাঁবু ও অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছিল৷ আর এই মেঘ ভাঙা বৃষ্টি ও জলের তোড়ে সেগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পর এবছরের অমরনাথ (Amarnath Cloudburst)যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পর, এবছরের ৩০ জুন শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, প্রায় ১২ হাজার ভক্তের সমাগম ঘটেছিল এদিন। আচমকাই নামে মেঘভাঙা বৃষ্টি। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। তুমুল বৃষ্টির ফলে অমরনাথ (Amarnath Cloudburst) গুহার কাছে জল নেমে আসে।

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। পুলিশ, এনডিআরএফ ও স্পেশাল ফোর্সের জওয়ানরা উদ্ধারকাজে নেমেছেন। আহতদের এয়ারলিফ্ট করে হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রয়োজনে আধাসেনাকেও উদ্ধারকাজে নামানো হতে পারে বলে খবর।

এই দুর্ঘটনার পর জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Share.
Exit mobile version