কলকাতা ব্যুরো: রাজ্যে আরও বাড়ল ওমিক্রন সংক্রমণ। নতুন করে আক্রান্ত হলেন পাঁচজন। ফলে রাজ্যে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হলো ১১। এই পাঁচজনের মধ্যে মাত্র একজনেরই সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণের রেকর্ড রয়েছে। যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের কর্তাদের। বাকি চারজনের মধ্যে দুজন কলকাতার, একজন দমদমের এবং একজন হাওড়ার বাসিন্দা।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, বিদেশ ভ্রমণ না করেই কীভাবে এই চারজন ওমিক্রন আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে আক্রান্ত ব্যক্তিরা গত কয়েকদিনের মধ্যে কাদের সংস্পর্শে এসেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১১। যার মধ্যে ছ’জনের সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণের রেকর্ড রয়েছে। বাকি পাঁচজন সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণ করেননি। তাঁদের একজন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক।

বুধবার গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠকে ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিবকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। সংক্রমণ বেশি মাত্রায় বাড়লে প্রয়োজনে ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ। মুখ্যমন্ত্রী বলেন, আক্রান্ত বেশি হলে স্কুল কলেজ বন্ধ রাখা হবে ৷