কলকাতা ব্যুরো: ইউক্রেনের বিরুদ্ধে অনৈতিক যুদ্ধ জারির জন্য বিশ্ব ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসিত করল ফিফা এবং উয়েফা। এর ফলে আসন্ন কাতার বিশ্ব কাপের প্লে অফ ম্যাচে খেলতে পারবে না রাশিয়া। তাদের ক্লাবগুলো খেলতে পারবে না ইউরোপা লিগের ম্যাচগুলিতেও। সোমবার এ রকমই নির্দেশ দিয়েছে ফিফা এবং উয়েফা। কাতার বিশ্ব কাপের জন্য রাশিয়া এখনও কোয়ালিফাই করেনি। তবে তারা গ্রূপ লিগের বেড়া পেরিয়ে প্লে অফ-এ খেলবার যোগ্যতা অর্জন করেছিল। প্লে অফ-এ তাদের খেলার কথা ছিল পোল্যান্ডের সঙ্গে। 

২৫ মার্চ অনুষ্ঠিত এই ম্যাচে যদি রাশিয়া জিততে পারত তাহলে তাদের খেলতে হত ২৯ মার্চ সুইডেন ও চেক প্রজাতন্ত্রের বিজয়ীর সঙ্গে। সেই ম্যাচটা জিততে পারলে রাশিয়া কাতার বিশ্ব কাপে কোয়ালিফাই করত। রবিবার ফিফা জানিয়েছিল রাশিয়া প্লে অফ-এ খেলতে পারবে ফুটবল ইউনিয়ন অফ রাশিয়া নামে। তারা দেশের জার্সি পরে খেলতে পারবে না। ম্যাচের আগে তাদের দেশের জাতীয় সঙ্গীতও বাজবে না। কিন্তু এই শর্তে ইউরোপের অন্য দেশগুলি থেকে প্রচণ্ড বাধা আসতে থাকে। তখন সোমবার বাধ্য হয়েই ফিফা জানিয়ে দেয় কাতার বিশ্ব কাপের প্লে অফ ম্যাচে রাশিয়া খেলতে পারবে না। যার অর্থ পরবর্তী কালে অবস্থার পরিবর্তন না হলে কাতার বিশ্ব কাপের দরজা বন্ধ হয়ে গেল রাশিয়ার জন্য। ২০১৮ সালের বিশ্ব কাপের আসর বসেছিল রাশিয়াতেই। মস্কোতে ফাইনালের রাতে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

তবে এই যুদ্ধের প্রভাব শুধু রাশিয়ার বিশ্ব কাপ অভিযানেই পড়েনি। ইতিমধ্যেই চেলসির মালিক রাশিয়ার রামান আব্রাহোমোভিচ তাঁর মালিকানা ছেড়ে দিয়ে চেলসির ট্রাস্টি বোর্ডের উপর মালিকানা হস্তান্তরিত করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রাশিয়ান এবং পুটিনের বিশেষ বন্ধু। শুধু রোমানই নন, যুদ্ধের খাঁড়া নেমে এসেছে পুতিনের উপরেও। তিনি বিশ্ব ক্যারাটে সংস্থার প্রসিডেন্ট ছিলেন। ক্যারাটে সংস্থা তাঁর প্রেসিডেন্ট পদ কেড়ে নিয়েছে।

এদিকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে মার্চ মাসের শেষে ভারতের দুটি ম্যাচ খেলার কথা ছিল। ২৩ মার্চ বাহারিনের সঙ্গে আর ২৯ মার্চ বেলারুশের সঙ্গে। কিন্তু রাশিয়ার ইউক্রেন আক্রমণে ভ্লাদিমির পুতিনের দেশের সঙ্গে রয়েছে বেলারুশ। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা রাশিয়া এবং বেলারুশকে ক্রীড়া জগৎ থেকে একঘরে করে দিয়েছে। তাই ভারত জানিয়ে দিয়েছে বেলারুশের সঙ্গে ২৯ মার্চ খেলবে না। চেষ্টা চলছে দুটো ম্যাচই বাহারিনের সঙ্গে খেলার।

Share.
Leave A Reply

Exit mobile version