কলকাতা ব্যুরো: অনেকেরই স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হওয়ার। এই কোর্সটির পাশাপাশি জুয়েলারি ডিজাইনিংয়ের কোর্সও কিন্তু ফেলনা নয়। আবার ইন্টিরিয়র ডিজাইনিংয়ের কোর্স তো রয়েছেই। উচ্চ মাধ্যমিকের ফলাফলের পর কী নিয়ে পড়াশোনা করা যায়, তা-ই এখন সকলের ভাবনা। সে ক্ষেত্রে এই কোর্সগুলির কথা ভেবে দেখা যেতে পারে। কলকাতায় এখন বহু ইনস্টিটিউট ও কলেজ আছে, যেখানে এই কোর্সগুলি করানো হয়। যেমন-

১। সাওনসুখা ইনস্টিটিউট অফ জেমোলজি অ্যান্ড জুয়েলারি ডিজাইন- এখান থেকে জুয়েলারি মেকিং ও ডিজাইনিংয়ে ডিপ্লোমা কোর্সের পাশাপাশি মাস্টার্স অফ জেমস্ অ্যান্ড জুয়েলারির কোর্স করা যেতে পারে। ২ মাস থেকে শুরু করে ১১ মাসের কোর্স এগুলি।

২। প্রোফেক্স ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন- ইন্টিরিয়র ডিজাইন ও ফ্যাশন ডিজাইনে ব্যাচেলর, ডিপ্লোমা, মাস্টার ডিপ্লোমা করা যেতে পারে এখান থেকে। আবার করা যেতে পারে জুয়েলারি ডিজাইন ও প্রোডাক্ট ডিজাইনের ডিপ্লোমা কোর্সও। জুয়েলারি ডিজাইনে আবার ডিপ্লোমার পাশাপাশি মাস্টার ডিপ্লোমা, এমনকি স্নাতকও করার সুযোগ রয়েছে এই ইনস্টিটিউটে।

৩। ইন্টারন্যাশনাল স্কুল অফ ডিজাইন- ইন্টিরিয়র ডিজাইন অ্যান্ড টেকনলজিতে B.Des ডিগ্রি, সার্টিফিকেট কোর্স করানো হয় এখানে। পাশাপাশি করানো হয় ফ্যাশন ডিজাইন ও টেকনলজিতে ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, B.Des। ফ্যাশন স্টাইলিংয়ে সার্টিফিকেট কোর্সেরও সুযোগ রয়েছে। আবার জুয়েলারি্ ডিজাইন ও কস্টিউম জুয়েলারি-তে ডিপ্লোমা ও স্নাতক কোর্সের সুবিধাও আছে। ডায়মন্ড গ্রেডিং অ্যান্ড জেমোলজিতে সার্টিফিকেট, ডিপ্লোমা কোর্স করায় এই ইনস্টিটিউট। পাশাপাশি করানো হয় ডিজাইনিংয়ের সঙ্গে সম্পর্কযুক্ত আরও নানান কোর্স।

৪। স্বর সংগম-এ বিড়লা ইনস্টিটিউট অফ ভিস্যুয়াল অ্যান্ড পারফরমিং আর্টস- আরবান ইন্টিরিয়র ডিজাইন, জুয়েলরি অ্যান্ড অরনামেন্টাল ডিজাইনের পার্ট টাইম কোর্স করা যেতে পারে। এই দুই কোর্সের সময়সীমা ৬ মাস।

৫। জেব্রা ইনস্টিটিউট- এখানে ১০ মাসের জুয়েলারি ডিজাইনের কোর্স করানো হয়।

৬। ওবজেক্ট ডি’আর্ট (জুয়েলরি ট্রেনিং ইনস্টিটিউট)- এখানে যে যে ক্ষেত্রে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করানো হয়, সেগুলি হল- পলিশড ডায়মন্ড গ্রেডিং অ্যান্ড অ্যাসর্টিং, কম্পিউটার এইডেড জুয়েলরি ডিজাইনিং, কস্টিউম জুয়েলরি, প্রোফেশনাল জুয়েলর্স প্রোগ্রাম, কমপ্রিহেনসিভ ম্যানুয়াল জুয়েলরি ডিজাইনিং, জেমস অ্যান্ড জুয়েলরি বিজনেস ম্যানেজমেন্ট, জুয়েলরি ম্যানুফ্যাক্চারিং। ২ মাস থেকে শুরু করে ২ বছরে এই কোর্সগুলি পার্ট টাইম ও ফুল টাইমে করানো হয়।

৭। সিনজেম- জেমোলজিস্ট, জুয়েলরি এন্টারপ্রাইস ম্যানেজমেন্ট, প্রোফেশনাল জুয়েলরি ডিজাইনার, জুয়েলরি ডিজাইন, জেম ও জুয়েলরি টেকনলজিস্ট, জুয়েলরি টেকনিশিয়ান-সহ নানান ধরণের ডিজাইনিংয়ের কোর্স করানো হয়। ৩ সপ্তাহ থেকে ৩ বছরের বিভিন্ন কোর্সে ডিপ্লোমা থেকে শুরু করে অ্যাডভান্স, প্রোফেশনাল, স্নাতক ডিগ্রির জন্য পড়াশোনা করানো হয়।

৮। ড্রিম জোন স্কুল অফ ক্রিয়েটিভ স্টাডিজ- এই ইনস্টিটিউটেও ফ্যাশন, ইন্টিরিয়র, জুয়েলারি ডিজাইন-সহ নানান ডিজাইনিংয়ে ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, সার্টিফিকেট, প্রোফেশনাল সার্টিফিকেটের কোর্স করানো হয়।

Share.
Leave A Reply

Exit mobile version