কলকাতা ব্যুরো: বই পড়ার শখ অনেকেরই থাকে। বর্তমানে অনলাইনের যুগে নানান ধরণের বই সহজেই অনলাইনে পাওয়া যায়। কিন্তু তা সত্ত্বেও বইয়ের সুঘ্রাণে মেতে উঠে, হাতে বই নিয়ে পড়ার মজাই আলাদা। বই পড়া কোনও নেশার চেয়ে কম নয়। সে ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সের পেশা বেছে নিলে রথ দেখা কলা বেচা দুই-ই হতে পারে। কলকাতায় কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যা লাইব্রেরি ও ইনফরমেশান সায়েন্স নিয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। এখানেই দেওয়া রইল তেমনই হাতে গোণা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের হদিশ।

১) নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি- এখান থেকে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ও মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে এক বছরের কোর্স করানো হয়।

২) কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট- এখানে এক বছরের ব্যাচেলের অফ লাইব্রেরি সায়েন্সের কোর্স করানো হয়।

৩) ভিশন ইনস্টিটিউট অফ প্রোফেশনাল স্টাডিস- এখানে লাইব্রেরি ও ইনফরমেশান সায়েন্সে এক বছরের ব্যাচেলর ও মাস্টার ডিগ্রির কোর্স করানো হয়।

৪) অ্যানেক্স কলেজ সেন্টার ফর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিস- লাইব্রেরি ও ইনফরমেশান সায়েন্সে সার্টিফিকেট কোর্স করতে চাইলে এই প্রতিষ্ঠানে তার সুযোগ রয়েছে।

এছাড়াও, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি ও ইনফরমেশান সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স করানো হয়।

Share.
Leave A Reply

Exit mobile version