কলকাতা ব্যুরো: আন্দোলনরত কৃষকদের সাথে এর আগেও একাধিক দফায় বৈঠকে বসেছে কেন্দ্র। তবে তাতেও বেরিয়ে আসেনি কোন সমাধান সূত্রই। বছর শেষে আজ ফের কৃষক সংগঠনগুলির সাথে আলোচনায় বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। রাজধানীর সীমান্তে এক মাসেরও বেশি সময় ধরে চলছে কৃষকদের আন্দোলন। তাদের দাবি কেন্দ্রের তিনটি কৃষি আইনই প্রত্যাহার করতে হবে। এছাড়া কোন সমাধানে যেতে রাজি নয় কৃষকরা। তাই কেন্দ্রের সাথে কৃষকদের ৬দফা বৈঠক হয়ে গেলেও সমস্যার সমাধান হয়েনি। তাই এই সপ্তম দফা বৈঠকেও আদৌ কতখানি সমাধান হবে তাতেও যথেষ্ট সন্দেহ রয়েছে।
কেন্দ্রের কৃষি আইনগুলি প্রত্যাহারের পাশাপাশি আন্দোলনরত কৃষকদের দাবি, কেন্দ্রকে কৃষি পণ্যের ন্যায্য লাভজনক ন্যূনতম সহায়ক মূল্য স্থির করতে হবে। কৃষকদের স্বার্থে বিদ্যুত্ সংশোধন বিল পরিবর্তন করতে হবে বলেও জানিয়েছেন তারা। এমনকি দিল্লির দূষণ রুখতে খড় পোড়ানোর জন্য চাষিদের বিরুদ্ধে কড়া শাস্তির আইনে সংশোধন করারও দাবি জানিয়েছেন অন্নদাতারা।
প্রসঙ্গত, ভার্চুয়াল বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন আন্দোলনরত কৃষকদের সাথে বৈঠকে বসতে রাজি কেন্দ্রীয় সরকার। এরপরই কেন্দ্রের সাথে আলোচনার ডাক দেন কৃষক সংগঠনগুলি। কৃষকদের তরফে ২৯ ডিসেম্বর বৈঠক করতে চাওয়া হলেও সময় না হওয়ায় ৩০ ডিসেম্বর অর্থাৎ আজ বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তবে এই বৈঠক থেকে আদৌ জট কাটবে কিনা সেদিকেই তাকিয়ে দেশবাসী।