কলকাতা ব্যুরো:(প্রতীকী ছবি) শনিবার সকালে বাড়িতে সিবিআই হানা দিতেই হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ইসিএলের এরিয়া সিকিউরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের। তিনি রানীগঞ্জের এলাকায় কুনুষ্টরিয়া কোলিয়ারির নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

শনিবার সকাল থেকেই সিবিআইয়ের প্রায় ৩০০ অফিসার চারটি রাজ্যে অন্তত ৪৫ টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করেন। পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশে একযোগে শুরু হয় তল্লাশি। এর মধ্যে সবচেয়ে বেশি, ২২ টি জায়গায় তল্লাশি হয় এ রাজ্যে। তল্লাশিতে যুক্ত অফিসারদের মধ্যে একটি দল এদিন সকাল সাতটা নাগাদ জামুরিয়া এলাকায় হানা দেয়। ওই সিকিউরিটি ইনচার্জ বাংলো ই সিবিআই তদন্ত করতে এসেছে শোনার পরে ঘরেই অসুস্থ হয়ে পড়েন ধনঞ্জয় রায়। সংজ্ঞাহীন অবস্থায় তাকে কাল্লা ইসিএলের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার বেআইনি কয়লা পাচারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। ইসিএলের একাধিক জেনারেল ম্যানেজার, নিরাপত্তা আধিকারিক সহ বেশ কয়েকজন সিআইএসএফ অফিসার ও রেলের অফিসারের বিরুদ্ধে এফআইআর করা হয়। এফআইআর হয়েছে বিতর্কিত অনুপ মাঝি ওরফে লালা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। লালা কয়লা পাচারে অন্যতম প্রভাবশালী বলে অভিযুক্ত। এদিন সল্টলেকে বাড়ি ও কলকাতার অফিসে একইসঙ্গে তল্লাশি চালায় সিবিআই।

এই তল্লাশির অংশ হিসেবেই এ দিন রানীগঞ্জের ওই ইসিএলের সিকিউরিটি ইনচার্জ এর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Share.
Leave A Reply

Exit mobile version