কলকাতা ব্যুরো : আগে চ্যালেঞ্জটা ছিল থিম। করোনার সময় চ্যালেঞ্জটা পাল্টে গেলো। এখন পূজো কমিটিগুলো বলছে, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি। কোথাও ড্রাইভ ইন দূর্গা দর্শন, তো কোথাও দূর্গা অন হুইলস। বদলে যাওয়া পরিবেশে অভিনব চিন্তায় এবার দূর্গাপূজার আয়োজন।
এক ফোনেই দূর্গা, লক্ষ্মী, কার্তিক গণেশ, সরস্বতী সবাই এবার আপনার বাড়ির সামনে । ঠাকুরের সঙ্গে হাজির থাকবেন ঢাকি, পুরোহিত আর ফুল, ফল, নৈবেদ্য সাজানোর জন্য কর্মকর্তারা। কলকাতার কোনো স্থানে বোধন, তো অন্য জায়গায় কলাবউ স্নান। কোথাও হবে সন্ধারতি তো কোথাও সন্ধিপূজা। কিন্তু একটাই শর্ত। যা হবে সব দুরত্ববিধি মেনে। সেটির যেনো নরন চরণ না হয়।

ঠিকই শুনছেন। যোধপুর পার্ক শারদীয়া পূজা কমিটির এবারে এরকমই অভিনব উদ্যোগ। কমিটির এক কর্মকর্তা জানালেন, আগের বছরগুলোতে মানুষ কষ্ট করে তাদের পূজো দেখতে আসতেন। এবারে তারা মানুষের সুবিধার কথা চিন্তা করে পৌঁছে যাবেন তাঁদের কাছে। বিশেষত বাচ্চা আর বয়স্কদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। এই অতিমারীর সময় বৃদ্ধ ও ছোটদের সাবধানে রাখতে হয় বেশি। তাই এবার স্বয়ং মা পৌঁছে যাবেন ভক্তদের কাছে। তবে এই দূর্গা গাড়ি আগে পৌঁছাবে সে সব জায়গায় যেখানে পূজা হয় না বা অতিমারির জন্য পূজা করা সম্ভব হয় নি।

Share.
Leave A Reply

Exit mobile version