হদিশ কলকাতায়


কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণ যত বাড়ছে ততই আতঙ্কিত মানুষ আঁকড়ে ধরছে মাস্ক আর স্যানিটাইজার। আর সেই সুযোগে পাল্লা দিয়ে বাড়ছে ভেজাল স্যানিটাইজারের বিক্রি। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়ে এজরা স্ট্রিট এলাকা থেকে প্রায় ১৪০০ লিটার ভেজাল মিশ্রিত স্যানিটাইজার উদ্ধার করলো কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও লালবাজারের গুণ্ডাদমন শাখা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ ও ৮ নম্বর এজরা স্ট্রিটের দুটি দোকানে বিভিন্ন মাপের বোতল পাওয়া যায়। যে স্যানিটাইজার উদ্ধার করা হয়েছে, তা কোন কোম্পানির সে ব্যাপারে কোনো নথি দেখাতে পারেনি অভিযুক্তরা। এমনকি তার মেয়াদ কবে শেষ হচ্ছে তেমন তথ্যও নেই। বিভিন্নরকম রাসায়নিক মিলিয়ে ওই ভেজাল স্যানিটাইজার তৈরি করা হচ্ছিলো বলে মনে করছেন ইডির অফিসাররা। যা ব্যবহারে মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version