কলকাতা ব্যুরো: ঘূর্ণিঝড় জাওয়াদ এখন পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের উপর পুরী থেকে ৩৯০ কিমি দূরে অবস্থান করছে। জানা গিয়েছে, প্রথমের ৬ ঘণ্টার উত্তর দিকে ধেয়ে যাবে জাওয়াদ তারপরে উত্তর পূর্ব দিকে যাবে এবং ক্রমেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।

এর জেরে ভারী ও অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবুও নাগরিকদের সুরক্ষায় কোনও রকম ফাঁক-ফোকড় রাখতে চাইছে না প্রশাসন। জাওয়াদ নিয়ে যথেষ্ঠ তৎপর রয়েছে নবান্ন। বিপর্যয় মোকাবিলার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন।

নবান্ন সুত্রে জানা গিয়েছে, কন্ট্রোলরুম ও মনিটর সংক্রান্ত সমস্ত বিষয়ে খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার উপরে বিশেষ নজর দিচ্ছে নবান্ন। এই দুই জেলার বেশি সংখ্যক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। প্রতি ঘণ্টায় পূর্ব মেদিনীপুরকে নবান্নর কাছে রিপোর্ট পাঠাতে হচ্ছে জেলার সার্বিক অবস্থা নিয়ে।

এছাড়া ইতিমধ্যেই পর্যটকদের অনুরোধ করা হয়েছে হোটেল ছেড়ে বেরিয়ে যেতে। দক্ষিণ ২৪ পরগনায় এখনও পর্যন্ত ১৪ হাজার ৩৭৫ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রিলিফ ক্যাম্প করা হয়েছে ৪২ টি। ১১৫টি সাইক্লোন সেন্টার তৈরি রাখা হয়েছে। বৃষ্টিতে কলকাতার যে অংশে জল জমে সেই সমস্ত জায়গা থেকে জল বের করার বিশেষ নির্দেশ পৌরসভাকে। পাশাপাশি এনডিআরএফ-এর দু’টি দল মোতায়েন কলকাতায়। প্রসঙ্গত, শক্তি ক্ষয়ের ইঙ্গিত সাইক্লোন জাওয়াদের। সাগরেই ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনাও ক্রমশ কমছে। পুরী পৌঁছনোর আগেই শক্তিক্ষয় শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। আপাতত জাওয়াদ পুরী থেকে ৩৯০ কিমি দূরে অবস্থান করছে। শনিবার দুপুরে পুরীর কাছে গভীর নিম্নচাপের আকার নেবে জাওয়াদ। তারপর এগোবে বাংলার দিকে।

এগোনোর পথে আরও শক্তিক্ষয়ের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার নয় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। রবিবার কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবারও কমবে না বৃষ্টির দাপট। সোমবার ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাওয়াদের শক্তিক্ষয়ে কিছুটা কম ঝড়ের দাপট। আজ বিকেল থেকে উপকূলে ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে হাওয়া। রবিবার বিকেলের পর হাওয়ার দাপট কমবে। কলকাতায় দমকা বাতাসের সতর্কবার্তা নেই।

Share.
Leave A Reply

Exit mobile version