কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। মামলা দায়ের হয়েছে হাইকোর্টেও। অভিযোগ, সরকারি জমি দখল করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা। সেই অভিযোগ অস্বীকার করে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, অভিযোগ প্রমাণিত হলে তাঁর সম্পত্তির ওপর বুলডোজার চালিয়ে দিলেও আপত্তি নেই তাঁর। মমতা এমন দাবি করার পর বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি বলেন, উনি একবার বুলডোজার চালিয়ে দেখান না। কেন মমতার পরিবারের দিকেই আঙুল উঠছে, সেই প্রশ্নও তুলেছেন দিলীপ।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ মমতার পরিবারের বিরুদ্ধে হওয়া মামলা প্রসঙ্গে বলেন, কেন ওঁর পরিবারের দিকেই আঙুল উঠছে? দিলীপের দাবি, মমতার পরিবার পরিজন কোটি কোটি টাকা নিয়ে বসে আছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, গ্রামাঞ্চলে বহু মানুষের কাছে কাজ দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছিল, তাঁদের ধরে পেটাচ্ছেন লোকজন। পশ্চিমবঙ্গের এমন ভবিষ্যৎ হওয়ার কথা ছিল না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, রাজ্যের বাইরে গেলে এ সব প্রশ্নের মুখে পড়তে হয়।

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই মামলার প্রসঙ্গ তুলে মমতা দাবি করেন, পরিবারের বাকিদের কথা তিনি বলতে পারবেন না। তবে, কোনও সরকারি জমি তিনি দখল করেননি।

তিনি আরও জানান, তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন যাতে ওই অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়। মমতা বলেন, তদন্তে এমন কিছু প্রমাণিত হলে, বুলডোজার চালিয়ে দিন। আমার অনুমতি নেওয়ার দরকার নেই।

Share.
Leave A Reply

Exit mobile version