কলকাতা ব্যুরো: কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। এবার দুই জইশ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। বুধবারও সেনার গুলিতে ৩ জেহাদি নিকেশ হয়েছিল অর্থাৎ মাত্র দু’দিনে উপত্যকায় পাঁচ জেহাদিকে নিকেশ করল ভারতীয় সেনা।

নির্বাচন এগিয়ে আসতেই কাশ্মীরে জোরকদমে জঙ্গিদমন অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। সেই জঙ্গিদমন অভিযানের অংশ হিসাবেই বুধবার রাত থেকে উপত্যকার সোপর এলাকায় চিরুনিতল্লাশি চালানো হয় নিরাপত্তারক্ষীদের তরফে। তল্লাশি চলাকালীনই সোপরের বোমাই এলাকায় এনকাউন্টার শুরু হয়ে।

সূত্রের খবর, ধরা পড়ার ভয়ে গোপন ডেরা থেকে জেহাদিরাই প্রথমে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। পালটা জবাব দেয় সেনাও। নিরাপত্তারক্ষীদের জবাবি হামলায় নিকেশ হয় ওই দুই জেহাদি। গুলির লড়াইয়ের মধ্যে পড়ে আহত হয়েছেন স্থানীয় এক বাসিন্দাও।

জানা গিয়েছে, ওই দুই জঙ্গিই জইশ-ই-মহম্মদের সদস্য। দু’জনেই কাশ্মীরের বাসিন্দা। একজনের নাম মহম্মদ রফি, সে সোপরেরই বাসিন্দা। নিকেশ হওয়া অপর জঙ্গি কাইজার আসরাফ পুলওয়ামার বাসিন্দা। দু’জনের বিরুদ্ধেই বহু জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ আছে।

Share.
Leave A Reply

Exit mobile version