কলকাতা ব্যুরো : পাক অধিকৃত কাশ্মীরের মেডিক্যাল কলেজগুলো থেকে অনেক ছাত্র ছাত্রী ডাক্তারি পাশ করছেন। কিন্তু ভারতের মেডিক্যাল বোর্ড সেই সব ছেলিমেয়েদের ভারতে ডাক্তারি করার কোনো সুযোগ দেবে না বলে এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে।
শ্রীনগর হাইকোর্ট ২০১৯ এ এক রায় দান করে ভারত সরকারকে বলে, পাক অধিকৃত কাশ্মীর থেকে পড়াশোনা করে যারা ভারতের মেডিক্যাল পরীক্ষায় বসতে চান তাঁদের সুযোগ দেওয়া হবে কিনা তা ভারত সরকার বিবেচনা করুক। বুধবার ওই নির্দেশের ভিত্তিতে ভারতের মেডিক্যাল কাউন্সিল জানিয়ে দেয়, পাক অধিকৃত কাশ্মীর থেকে পড়াশোনা করে আসা মেডিক্যাল ছাত্র ছাত্রীরা ভারতের মেডিক্যাল পরীক্ষায় বসতে পারবেন না।
ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতির জন্যই এই সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অনেকের মতে পাক অধিকৃত কাশ্মীর থেকে যে সব ছাত্র-ছাত্রী ভারতে আসছেন তাদের একাংশ সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িয়ে থাকছেন বলে গোয়েন্দা সংস্থাগুলি বিভিন্ন সময়ে রিপোর্ট দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version