কলকাতা ব্যুরো: তৃণমূলের সঙ্গে সিপিএম কোন ও বিষয় সহমত না হলেও ভোট বাজারে নেতাজি ইস্যুতে দুজনের দাবি একই। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন। একইসঙ্গে নেতাজির মৃত্যু রহস্য অবসানে কেন্দ্রকে উদ্যোগী হওয়ার অনুরোধ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এবার এমন উৎসাহ দেখালেন, তা নিয়ে আলোচনা চলছে। কিন্তু এরই মধ্যে নেতাজি ইস্যুতে তাদের বক্তব্য জানিয়েছেন বাম পরিষদ নেতা তথা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।
বুধবার সন্ধ্যায় এক টুইট বার্তায় সুজন চক্রবর্তী বলেছেন, মানুষের দাবি মেনে সুভাষ চন্দ্রের জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করার পাশাপাশি দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করতে হবে। একইসঙ্গে নেতাজি সম্পর্কে নানা নথি প্রকাশ এবং তার অন্তর্ধান রহস্য উন্মোচন করা জরুরি বলেও মত জানিয়েছেন সুজন বাবু। তার দাবি বামপন্থীরা বরাবরই এই দাবি জানিয়ে আসছে।
ট্যুইটে ফুটনোটের মতো বর্তমান পেক্ষাপটে কেন এখন মুখ্যমন্ত্রী চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে তা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি সিপিএমের এই বর্ষীয়ান নেতা। তার মন্তব্য, মুখ্যমন্ত্রী মনের তাগিদে, নাকি ভোটের টানে আজ এই চিঠি লিখলেন।
নেতাজি ইস্যুতে তৃণমূলের সঙ্গে সহমত হয়েও কটাক্ষ সিপিএমের
Previous Articleঅবশেষে স্বপ্নের জংরির দেখা
Next Article ছট পুজোয় শুক্র-শনি চক্র রেল নিয়ন্ত্রণ