কলকাতা ব্যুরো: আরও ৬ দিন সিবিআই হেফাজতে থাকতে হবে এসএসসির দুই প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে। বুধবার দুপুরে এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত উপদেষ্টাদের আলিপুর আদালতে তোলা হলে ২২ অগাস্ট পর্যন্ত হেফাজতের মেয়াদ বাড়ানোর পক্ষেই সায় দেন বিচারপতি।
এদিকে শান্তি প্রসাদের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। যাতে উচ্চ প্রাথমিকে নিয়োগের নথি, যাতে জেলা শিক্ষা পরিদর্শকের সই রয়েছে। এর থেকে পার্থ চাত্যার্জি ঘনিষ্ঠ এই ব্যাক্তি এসএসসি র নিয়োগের সঙ্গেই উচ্চ প্রাথমিকে নিয়োগেও কল কাঠি নার্তেন কি না সেই প্রশ্নও সামনে এসে পরেছে। এই নিয়োগ সংক্রান্ত একটি সুপারিশ চিঠিও তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে দাবি সিবিআইয়ের। ফলে শান্তি প্রসাদের হাত স্কুলে নিয়োগে কতটা বিস্তৃত ছিল এখন সেই নিয়েও জেরা করতে চায় সিবিআই।

সিবিআইয়ের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে এদিন আদালতে জানান, এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত উপদেষ্টাদের গত ৭ দিন জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর সেকারণেই তাঁদের হেফাজতে রেখে আরও জেরার প্রয়োজন।

অন্যদিকে সিবিআইয়ের আইনজীবীদের প্রশ্ন শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে চাকরির সুপারিশ করার ক্ষমতা কে দিয়েছিলেন? তাঁদের কি অধিকার আছে চাকরির সুপারিশ করার? এরপরই সুপারিশ পত্রে হাতের লেখার সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার হাতের লেখার নমুনা মিলিয়ে দেখার কথা আদালতে জানান সিবিআই আইনজীবীরা।

তবে বুধবার অভিযুক্তদের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এদিন দীর্ঘক্ষণ দুপক্ষের সওয়াল জবাব শেষে প্রথমে রায়দান স্থগিত রাখে আদালত। পরে সিবিআইয়ের পক্ষেই রায় দেন বিচারপতি।

Share.
Leave A Reply

Exit mobile version