কলকাতা ব্যুরো: সরকারি চাকরি থেকে পেনশন পাওয়া স্ত্রীকে হাজার টাকা করে স্বামীর ভরণ পোষণের জন্য দেওয়ার জন্য নির্দেশ দিল উত্তরপ্রদেশের একটি আদালত। যাকে এক কথায় ব্যতিক্রমী রায় বলে মনে করছেন আইনজীবীরা।
ওই মহিলা এবং তার স্বামী গত বেশ কয়েক বছর ধরে পৃথক জায়গায় রয়েছেন। ওই ভদ্রলোক ২০১৩ সালে ভরণপোষণ চেয়ে হিন্দু বিবাহ আইন ১৯৫৫ অনুযায়ী আদালতে মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আদালত দেখে, ওই মহিলা সরকারি চাকরিতে নিযুক্ত ছিলেন। অবসর নেওয়ার পর বর্তমানে ১২ হাজার টাকা করে তিনি পেনশন পান।
তাই সেই টাকা থেকে এক হাজার টাকা বৃদ্ধ স্বামীকে ভরণপোষণের জন্য দেওয়ার নির্দেশ দিয়েছে ওই আদালত।
আদালতের এই রায়কে সমর্থন করছেন আইনজীবিদের একটা অংশ। তাদের মতে, একদিকে পুরুষ -নারী সমান অধিকারের যুক্তি দেওয়া হয়। দ্বিতীয়ত ভরণপোষণ শুধুমাত্র ছেলেরা মেয়েদেরকে দেবে, আজকের সমাজে দাঁড়িয়ে সেই প্রথা আইনের চোখে সঠিক নয়। যেখানে স্ত্রীর অধিকার আছে ভরণপোষণ পাওয়ার সেখানে, একই যুক্তিতে ভরণপোষণ পেতে পারেন স্বামীও, যদি স্ত্রী সমর্থ হন সেক্ষেত্রে। এই মামলাতে দেখা যাচ্ছে, যেহেতু স্ত্রী সরকারি চাকরি করতেন এবং এখনও পেনশন পান, তাই তার দায়িত্ব স্বামীর ভরণপোষনের ব্যবস্থা করার। যদিও এই যুক্তিকে খুব একটা আমল দিচ্ছেন না আইনজীবিদের অন্য অংশ। তাদের যুক্তি, মামলার পুরোটা এখানে স্পষ্ট নয়। স্বামী কি করতেন সেটাও এখানে বিবেচ্য হওয়া উচিত।

Share.
Leave A Reply

Exit mobile version