কলকাতা ব্যুরো: শাস্ত্রমতে নব পত্রিকা স্নানের মধ্যে দিয়ে শুরু হলো মহা সপ্তমী পুজো। এই উপলক্ষ্যে ভোর থেকেই কলকাতা ও জেলার গঙ্গার ঘাটগুলিতে চলে সেই পর্ব। পারিবারিক পুজো থেকে সার্বজনীন, সব ক্ষেত্রেও পালন করা হয় এই রীতি। যেখানে গঙ্গা নেই, সেখানে নদী বা জলাশয়ে নব পত্রিকাকে স্নান করানোর পর তা স্থাপন করা হয় দূর্গা মান্ডপে। একে চালু কথায় কলা বউ ও বলা হয়। গণেশের পাশে তাকে স্থাপন করা হয় বলে অনেকে গণেশের বউ বলেও মনে করেন।

যদিও তা ঠিক নয়। নব পত্রিকা মানে কলা , বেল , হলুদ, কচু, মান কচু, ডালিমের মতো নয়টি উদ্ভিদ। যা দেবীর নয়টি রূপ। মনে করা হয়, নব পত্রিকা স্থপনের মাধ্যমে দেবী মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ ধারণ করেন। নব পত্রিকা স্থাপনের পর মহাস্নানের পর শুরু হয় দেবীর মহাসপ্তমী বিহিত পুজো।
শোভা বাজার রাজবাড়িতে নব পত্রিকা স্নান করানো হয় কুমোরটুলি ঘাটে। বেলুড় মঠের পুজোয় তা করা হয় বেলুড়ে গঙ্গার ঘাটে। সপ্তমীতে শোভাবাজার রাজবাড়িতে আখ ও চাল কুমড়ো বলি দেওয়া হয়। দিকে দিকে শুরু হয়েছে মহাসপ্তমীর পুজো।

Share.
Leave A Reply

Exit mobile version