কলকাতা ব্যুরো: দৈনিক করোনা সংক্রমণ দেশে আবার সামান্য কমল। কমেছে অ্যাক্টিভ পজিটিভের সংখ্যাও। পাক্কা দেড় মাস পর দেশে অ্যাক্টিভ পজিটিভের মোট সংখ্যা ৮ লক্ষের নিচে নামল। শনিবারের পরিসংখ্যানে দেশে এখন অ্যাক্টিভ পজিটিভের মোট সংখ্যা ৭,৯৫,৯৯৮। মৃত্যুহার নেমে করোনাকালে সর্বনিম্ন হয়েছে শনিবার। এই হার এদিন ১.৫২।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য, এই পরিসংখ্যান ২২ মার্চ করোনা প্রাদূর্ভাবের গোড়ার দিকের চেয়েও কম। এই যদি হয় করোনা পরিস্থিতির উজ্জ্বল দিক, তবে অনুজ্জ্বল দিকের কথা আছে স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্যেই। বলা হচ্ছে, সংক্রমণ নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলার সময় আসেনি এখনও। শনিবার থেকে নবরাত্রি উৎসব শুরু হয়ে গেল। এরপর আছে দুর্গাপূজা ও দশেরা উৎসব। ফলে সাবধান না হলে সংক্রমণ বৃদ্ধির সমস্ত উপাদান মজুত। তার ওপর স্বাস্থ্যমন্ত্রকের ঘুম কেড়েছে পুনঃসংক্রমণের সম্ভাবনা। ভারতে এখনও পর্যন্ত এই সমস্যা সামান্য হলেও একেবারে নেই বলা যাবে না। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তথ্য অনুযায়ী মুম্বইয়ে দুই এবং আমেদাবাদে ১ জনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। বেশি মাত্রায় পুনঃসংক্রমণের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কারণ, অন্যান্য কিছু দেশে এই সমস্যা বিস্তর ঘটছে।

আমেরিকা, হংকং, বেলজিয়াম, ইকুয়েডর ইত্যাদি দেশে দেখা যাচ্ছে, কেউ পুনঃসংক্রমণে আক্রান্ত হলে তীব্রতা বেশি হচ্ছে। পুনঃসংক্রমণ অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হচ্ছে। এজন্যই সাবধানতার শেষ হচ্ছে না। গত ২৪ ঘণ্টার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২,২১২। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৭৪ লক্ষের ওপরে (৭৪, ৩২,৬৮০)। আর ৬ থেকে ৭ লক্ষ বাড়লেই মোট সংক্রমণে আমেরিকাকে ছুঁয়ে ফেলবে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৭০,৩১৬, একই সময়ে সংক্রমণের অনেকটা বেশি। দেশে এখন করোনার বিপদ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা মোট ৬৫,২৪,৫৯৬। মোট মৃত্যু ১,১২,৯৯৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫৭ জনের।

Share.
Leave A Reply

Exit mobile version