কলকাতা ব্যুরো: একদিনের মধ্যে দেশে যেভাবে সংক্রমণ লাফিয়ে উঠল, তাতে স্পষ্ট যে, খুব শিগগির করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবারের পরিসংখ্যানে দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় মাস পর ৭০ হাজারের কাছাকাছি নেমে গিয়েছিল। বুধবার সেই অঙ্ক বেড়ে হল ৮০,৪৭২। মৃত্যুও ২৪ ঘণ্টার মধ্যে দ্বিগুণেরও বেশি বাড়ল। ২৭ দিন পর মঙ্গলবার দৈনিক মৃত্যু নেমেছিল ৭৭৬-এ। বুধবার সেটা হয়ে গেল ১,৭৭৯। ফলে মৃত্যুহার বেড়ে প্রায় ২। নিংসন্দেহে অত্যন্ত খারাপ লক্ষ্মণ। যদিও দৈনিক সুস্থতা কিছুটা বেড়েছে। বেড়েছে সুস্থতার হারও। বুধবারের পরিসংখ্যানে সুস্থতার হার ৮৩.৩৩।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্তের সংখ্যা ৮৬,৪২৮। মঙ্গলবার ছিল ৮৪,৮৪৪। দৈনিক সুস্থতার এই পরিসংখ্যান একদিনে আক্রান্তের চেয়ে বেশি। দেশে এখন সংক্রমণ মুক্তের মোট সংখ্যা ৫১,৮৭,৮২৫। দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬২,২৯,৪৭৪। মোট মৃতের সংখ্যা ৯৭,৫৪১।
		
									 
					