কলকাতা ব্যুরো: রাজ্যে সংক্রমণ আবার ৩ হাজার পার হল বটে, তবে করোনা স্থিতিশীলই বলা যায়। গত কয়েকদিন দৈনিক সংক্রমণ ছিল ২,৯০০ থেকে ৩,০০০-এর মধ্যে।
গত ২৪ ঘণ্টায় সেটা সামান্য বেড়ে হয়েছে ৩,১০২। সুস্থতাও বেড়েছে। শতাংশের বিচারেও বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা করোনা আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি। করোনার সংক্রমণ থেকে এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,৩১২ জন। ফলে দেশে শনিবার পর্যন্ত সংক্রমণ মুক্তের সংখ্যা বেড়ে হল ১,২৭,৬৪৪। সুস্থতার হার বেড়ে ৮১.৪২। সুস্থতার হারের এই চাপে দৈনিক মৃত্যু সংখ্যা আর বাড়তে পারছে না। গত কয়েকদিন ধরে ৫০ থেকে ৫৭-এর মধ্যে রয়েছে দৈনিক মৃত্যু সংখ্যা। শনিবারও তাই। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৫৩ জন।

ফলে পশ্চিমবঙ্গে করোনায় আজ পর্যন্ত মৃত্যু হল ৩,১২৬ জনের। জেলা স্তরে আজ বলা যাচ্ছে যে সংক্রমণে অনেকটাই রাশ পড়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা যেমন কমেছে, তেমনই বেড়েছে সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা। উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণে বলা যায়। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬৩, সুস্থ ৭৫৩ ও মৃত্যু ৮। কলকাতায় এই তিনটি পরিসংখ্যান হল ৪৭০, ৫৬০ ও ১২। হাওড়ায় মৃত্যু হয়েছে ৭ জনের, দক্ষিণ ২৪ পরগনায় ৬ জনের ও হুগলিতে ৩ জনের। হাওড়ায় আক্রান্ত ও সুস্থ যথাক্রমে ১৪৯ ও ১৮২, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৪ ও ২৪৩ এবং হুগলিতে ১১৯ ও ৩১৩।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে বাঁকুড়ায় আক্রান্ত, সুস্থ ও মৃত যথাক্রমে ৬৯,৭১ ও ৩, পশ্চিম বর্ধমানে ২৯৩, ১৪৪ ও ১, পূর্ব বর্ধমানে ৫১, ৪৮ ও ১, পুরুলিয়ায় ৫৭, ৪৬ ও ১, নদিয়ায় ১১৪, ২৮ ও ১ এবং মুর্শিদাবাদে ৯৯, ৮১ ও ১। রাজ্যে আজ করোনা টেস্ট হয়েছে ৪৩,২৩২ জনের। এর ফলে মোট টেস্টের সংখ্যা ১৮ লক্ষ ছাড়ালো। শনিবার পর্যন্ত টেস্ট হয়েছে মোট ১৮,০১,৯৬০ জনের

Share.
Leave A Reply

Exit mobile version