কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের করোনা পরিস্থিতির খবরে আজকেও চমকে দিল আলিপুরদুয়ার।
এতদিন ভুটান, অসম লাগোয়া এই জেলাটি সরকারি খাতায় সংক্রমণে পিছিয়ে থাকত। এজন্য মাঝে মাঝে তথ্য গোপনের আলোচনায় উঠে আসতো আলিপুরদুয়ারের নাম। এখন কিন্তু সরকারি খাতাতেই সংক্রমণ তেড়েফুঁড়ে উঠেছে এই জেলায়।
গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ১৮৬ জন করোনা আক্রান্তের হদিস মিলেছে। কোচবিহারও লাগাতার ঊর্ধ্বমুখী গ্রাফ দেখাচ্ছে সংক্রমণে। একদা রাজ শাসিত এই জেলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯২ জন। জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় আজকেই প্রথম সংক্রমণের গ্রাফ নিম্নমুখী দেখাচ্ছে।
শিলিগুড়ি শহরের পরিসংখ্যান আজ স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় এই শহরে আক্রান্ত হয়েছেন মাত্র ১৩ জন। দার্জিলিং জেলায় সামগ্রিক ভাবে ৫৭ জন। জলপাইগুড়ি জেলায় সংখ্যাটা অনেক নেমে আজ ৬০ হয়েছে। মালদহে এই একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৭ জন, দক্ষিণ দিনাজপুরে ৩৯ ও উত্তর দিনাজপুরে ২৯ জন। উত্তরবঙ্গে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩। মালদহের ১, শিলিগুড়ির ১ ও আলিপুরদুয়ারের ১।

Share.
Leave A Reply

Exit mobile version