কলকাতা ব্যুরো: ৩৬০০ তো আগেই পার হয়ে গিয়েছিল। এখন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ৩৭০০ স্পর্শ করা সময়ের অপেক্ষা মাত্র। গত ২৪ ঘণ্টায় আরও ৩,৬৭৭ জন করোনা পজিটিভেথ সন্ধান মিলেছে বাংলায়।
কলকাতার দৈনিক সংক্রমণ প্রায় ৮০০ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭৯৪ জন। এর মধ্যে আরও বেশি মেট্রো চালানোর সিদ্ধান্ত হয়েছে বুধবার। মোট ১৫২ জোড়া মেট্রো চলবে ১৯ অক্টোবর থেকে। মেট্রো চলাচলের সময়ও বাড়ছে। রাত ৯টায় এখন শেষ মেট্রো ছাড়বে প্রান্তিক দুই স্টেশন থেকে। ই-পাস ছাড়া দিনের যেকোন সময় মেট্রোয় চড়তে পারবেন প্রবীণ নাগরিকরা।
লোকাল ট্রেনের ছাড়পত্র চেয়ে রাজ্য সরকারকে এদিনই চিঠি দিয়েছেন রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে সিনেমাহল খোলার কথা। পুজোর আটদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন শুরু করায় কার্যত এদিনই মণ্ডপ ঘোরা শুরু হয়ে গিয়েছে কোথাও কোথাও। বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের মতে, এইসবই “সুপার স্প্রেডার ইভেন্ট।” ডাক্তার বা বেড বাড়িয়ে করোনা ঝড় আটকানো যাবে না।
শেষ মুহূর্তে কেউ একজন বারোয়ারি দুর্গোৎসব বন্ধ করার আর্জি নিয়ে হাইকোর্টে মামলা ঠুকেছেন বটে, কিন্তু পুজোর আগে এই আর্জি নিয়ে মীমাংসা হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা আছেই। বৃহস্পতিবার অবশ্য মামলাটির প্রথম শুনানি আছে। এর মধ্যে বিজেপি আবার দলগত ভাবে মহাআড়ম্বরে দুর্গাপূজা করবে বলে ঘোষণা করেছে। উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। তাঁদের মতে, এই ধাক্কায় চিকিৎসকরা আরও বেশি হারে করোনা আক্রান্ত হবেন। ফলে করোনা চিকিৎসায় চিকিৎসকের টান পড়তে পারেন।
এজন্য রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বুধবার অন্যান্য অর্থাৎ চোখের ডাক্তার, নাক-কান-গলার ডাক্তারদেরও করোনা চিকিৎসকদের প্রস্তুত থাকতে বলেছেন। রাজ্যে দৈনিক সংক্রমণ যেমন গত ২৪ ঘণ্টায় রেকর্ড গড়েছে, তেমনই এইসময়ে মৃত্যু হয়েছে সর্বাধিক।
গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ৬৪ জন। এর মধ্যে কলকাতায় মৃত ১২, উত্তর ২৪ পরগনায় ১৪, হাওড়ায় ৯, দক্ষিণ ২৪ পরগনায় ৫, হুগলিতে ৪, পূর্ব মেদিনীপুরে, মুর্শিদাবাদে ২ ও বীরভূমে ২ জন। এছাড়া ১ জন করে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমান ও নদিয়ায়। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৭৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। হাওড়ায় এই সংখ্যা ২২৮, দক্ষিণ ২৪ পরগনায় ২৩৪। সুস্থতার হার সামান্য হলেও কমেছে। বুধবারের পরিসংখ্যানে এই হার ৮৭.৭৯।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৩,০৯৬ জন। এই সংখ্যা মঙ্গলবারের চেয়ে কম। এই পরিস্থিতিতে ভালো খবর একটিই। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। স্নায়ুর সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে।
রক্তচাপ ও হৃৎস্পন্দন স্বাভাবিক। ভেন্টিলেটর ছাড়াই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। তবে এখনও তিনি সংকটে। শরীরে সোডিয়ামের পরিমাণ বেশ বেশি।
Previous Articleপুজো গাইড প্রকাশ
Next Article পুজোয় দিনরাত পরিষেবা কলকাতা পুরসভার
Related Posts
Add A Comment