কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণ যত ছড়াচ্ছে, ততই সাধারণত মানুষের মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে বিভ্রান্তি। রোগে চিকিৎসার সুযোগ সুবিধা কোথায় পাওয়া যাবে, আইসোলেসনে থাকলেই বা কি করা উচিৎ তা নিয়ে সঠিক তথ্য জানার জন্য নাগরিকরা যোগাযোগ করছেন বিভিন্ন জায়গায়। তার ওপরে বেসরকারি হাসপাতালের কোথায় কোথায় কোভিড চিকিৎসা হয়, কোথায় এর পরীক্ষা হয়, আবার কোন বেসরকারি হাসপাতালে বেড খালি এমন না না তথ্য জানার জন্য মানুষ ফোন করছে না না জায়গায়। আবার কোন কোন হোটেল এখন আইসোলেশনের জন্য ব্যাবহার হচ্ছে-তারও বিস্তারিত খবর চান অনেকে। কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন সূত্রের খবর শুনে বাড়ছে বিভ্রান্তিও।
এই অবস্থায় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম তৈরি করেছে একটি তালিকা। যে তালিকা থেকে আপনি পেতে পারেন বেসরকারি হাসপাতালে বেড আছে কি না তার সরাসরি তথ্য। জানতে পারেন কোন হাসপাতাল বা কোন হোটেলের খরচ কেমন। ফলে মোবাইলে সেভ রাখার একটা রেডি গাইড একে বলাই যায়। আমরা সেই গাইড একেবারে অপরিবর্তিত রেখেই পোস্ট করলাম সকলের সুবিধার জন্য।

[3d-flip-book mode=”fullscreen” urlparam=”fb3d-page” id=”5215″ title=”false” template=”short-white-book-view”]

Share.
Leave A Reply

Exit mobile version