কলকাতা ব্যুরো: বিহারের আস্থাভোটে সহজ জয় পেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বুধবার আস্থা ভোটের সময় বিজেপি ওয়াকআউট করে। যে ১৬০ জন বিধায়ক বিধানসভা কক্ষে উপস্থিত ছিলেন, তাঁরা প্রত্যেকেই নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোট সরকারকে সমর্থন করেন। ফলে প্রত্যাশিতভাবেই আস্থাভোটে জয়ী হয় মহাজোট সরকার।

২৪৩ আসন সমন্বিত বিহারে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ১২২ টি ভোটের। রাজ্যপালের কাছে নীতীশ দাবি করেছিলেন তাঁর পাশে রয়েছেন ১৬৪ জন বিধায়ক। বিজেপির রয়েছে ৭৭ জন বিধায়ক। বর্তমানে বিহার বিধানসভায় প্রধান বিরোধী দল এখন বিজেপি। আরজেডির রয়েছে ৭৯ জন বিধায়ক, জেডিইউ-র ৪৫ জন, কংগ্রেসের ১৯ ও বামেদের বিধায়ক সংখ্যা ১৬। এছাড়াও হামের রয়েছে ৪ জন বিধায়ক। তাঁরা নীতীশের পাশেই রয়েছেন। নীতীশের মন্ত্রিসভায় রয়েছেন এক নির্দল বিধায়ক সুমিত সিংহও।

সদ্য বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে এসেছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরদিনই কংগ্রেস ও আরজেডির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন তিনি। অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নীতীশ কুমার। তাঁর ডেপুটি হিসেবে শপথ নিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই আস্থা ভোট মহাগঠবন্ধনের কাছে ছিল নিয়মমাত্র। পরিষদীয় নিয়ম অনুযায়ী কোনও সরকার গঠনের পর তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা বাধ্যতামূলক। বুধবার বিহার বিধানসভায় নতুন সরকারের এই আস্থা ভোটই অনুষ্ঠিত হয়। আর আস্থা ভোটে জয় হয় মহাগঠবন্ধন সরকারের। ধ্বনি ভোটে জয়ী হন নীতীশ কুমরা।

Share.
Leave A Reply

Exit mobile version