কলকাতা ব্যুরো : অসম্ভব উত্তেজনাপূর্ণ আক্রমণ – প্রতি আক্রমণের দৃষ্টিনন্দন নব্বই মিনিটের ফুটবল। ইউইএফএ চ্যাম্পিয়ন্স লীগ খেতাব জিতে নিল ব্যয়ার্ণ মিউনিখ। ১-০ গোলের ব্যবধানে গ্র্যান্ড ফিনালেতে হারিয়ে দিল ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মানকে। লিসবনের এস্তাদিও দি লুজ স্টেডিয়ামের দর্শক শুন্য মাঠে একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যয়ার্ন মিউনিখের হয়ে করলেন কিংসলে কমান।

প্রথম থেকে ম্যাচের শেষ পর্যন্তই বল পসেশনের লড়াইয়ে এগিয়ে ছিল ব্যায়ার্ন মিউনিখ। ৬৩ শতাংশ বল পজেশনই ছিল তাদের। নেইমারদের স্ট্রেটিজি ছিল বায়ার্ন মিউনিখকে খেলতে দিয়ে তারা হঠাৎ করে প্রতি আক্রমণে গিয়ে গোল করবে। কিন্তু ব্যায়ার্ণ মিউনিখের গোলকিপার নিউ নেউয়ার দৈত্যের মত গোলের সামনে দাড়িয়ে ছিলেন সদাজাগ্রত প্রহরীর মতো।
প্রথমার্ধে মবাপে পিএসজির হয়ে গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেন। হাফ চান্স এসেছিল নেইমারের সামনেও । কিন্তু গোল করে উঠতে পারলো না ব্রাজিলের এই তারকা ফুটবলার। বায়ার্ণ মিউনিখ বড়ো বড়ো পাস খেলে দ্বিতীয়ার্ধে গোল পেয়ে যেতেই খেলা ধরে ফেলে। ছোটো পাস আর ব্রাজিল ঘরানার ফুটবল স্কিল দেখাতে গিয়ে বিপদে পরে পিএসজি। গোলের খোঁচা খেয়ে ফনা তুললেও শেষ ছোবল আর মারা হলো না নেইমারদের ।

Share.
Leave A Reply

Exit mobile version