সূর্য গুপ্ত

শিক্ষা প্রতিষ্ঠান চাই বুঝলি, পৃথিবীর সব কিছুর জন্য শিক্ষা নিতে হয়, থিয়োরি আর প্র্যাকটিক্যাল দুটোই। একদমে কথা বলে নিশ্বাস নিল বকাইদা, চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে বেঞ্চের পায়ের কাছে কাপটা রাখলো,চশমাটা চোখ থেকে খুলে চারদিকে একবার তাকালো গম্ভীর হয়ে, মাস্কটা কানে ঝুলছিল ঝুলঝুল করে- ওটাকেও ভাঁজ করে বুকপকেটে যত্ন করে রেখে দিলো। কি বলছো বকাইদা? লিডাররা জন্মায়, ওদের তৈরি করা যায় না! সান্টুর কথাতে আমরাও সায় দিলাম। বকাইদা স্কুল খুলে পড়াবে আর খবরের কাগজে বিজ্ঞাপন দেবে-“ এই স্কুলে নেতাজি তৈরি করা হয় “। চার – ছয় অক্ষরের মিষ্টিমুখ করে আবার চশমা পড়ে নিল বকাইদা- ছাগলের দল , আমি নিজে ভর্তি হয়েছি বলেই বলছি !!! কি বলছো গো !!!
ভাগ্যিস আমার চোয়াল কানের সাথে লাগানো আছে, নাহলে কখন খুলে পড়ে যেত মাটিতে। আমরা তিনজন শ্রোতা ই হাঁ করে তাকিয়ে রইলাম বকাইদার দিকে। তুমি ভর্তি হয়েছো? কোথায়? কোন স্কুলে? মিটিমিটি হাসতে হাসতে বকাইদা বললো কাছেই একটা স্কুলে। আরে ,কত ভালো ভালো স্কুল হয়েছে এখন- পিকের স্কুল, কেষ্ট স্যরের স্কুল। কি বলছো কি ,কেষ্ট স্যর !! কেষ্ট স্যর স্কুল খুলেছেন?? আমাদের কেষ্ট স্যর ??

এই তোদের মুশকিল, বুঝলি তো,বাঙালি হলো আঁতেল জাতি। ঝরঝরে ইংরেজি না বললে বা প্রেসি-যাদবপুরের ছাপ্পা ছাড়া তোরা কাউকে পাত্তা দিবি না । সাবঅল্টার্ন জনতা এখন পৃথিবীর চালিকাশক্তি। আজ থেকে দশ বছর পর যখন কেষ্ট স্যরের জীবনদর্শন বড় বড় ম্যানেজমেন্ট স্কুলে পড়াবে তখন তোরাই আহা আহা বলে নাচবি। কখন চরাম চরাম করে ঢাকা বাজাতে হয় আর কখন কাদের গুড়-বাতাসা বা নকুলদানা দিতে হয়, সে কি আর কোনো থিওরির মাস্টারের কাছে পাবি? আবার শুধুই মেঠো থিওরি কেন? কখন মঞ্চে উঠে হাতা গোটাবি, পাবলিককে তাতাতে কখন বলতে হবে দরকার হলে বোম মারুন, এ সব কি আর পিকে রা বোঝাতে পারে, না কি সে বলার মুরোদ আছে ওঁদের।


আজকে বাঙলা ভোকাবুলারিতে কেষ্ট স্যরের অবদান বিগত সত্তর বছরের মধ্যে সর্বোচ্চ। রবীন্দ্রনাথের পর বাঙালিকে এতোগুলি সম্পূর্ণ নতুন শব্দ ও বাক্যবন্ধ কে দিয়েছেন ? আর ওনার রাজনৈতিক ভাষ্য তো এখন বঙ্গজীবনের অঙ্গ । প্রেমের সাথে শক্তির এই যে অপূর্ব সহাবস্থান এটি তো কুরুক্ষেত্রের যুগপুরুষের পর শুধু ওনাকেই দেখলো ভারতবাসী, এতো কঠিন বিষয় এতো সফলভাবে কে করতে পেরেছেন বল তো ? শোন বোকার দল – আবেগঘন গলায় বলতেই থাকে বকাইদা, তোদের পিকে অনেক জায়গায় ফিকে, কিন্তু আমার কেষ্ট স্যরের মতো স্ট্রাইক রেট গোটা পৃথিবীতে কারো নেই। আমার কেষ্ট স্যর রাজনীতির এবি ডিভি বুঝলি, ইয়র্কার বলকেও চাইলে উইকেটকিপারের মাথার উপর দিয়ে ছক্কা মারতে পারেন। সেইদিন আর দূরে নয় যখন ট্রাম্প আর পুতিন পাশাপাশি বসে বাঙলা বর্ণপরিচয় পড়বে!!! সেকি!! কেনো ??? আমাদের কোরাস প্রশ্ন শুনে হাল্কা হাসি ফুটল বকাইদার ঠোঁটে- কেষ্ট স্যরের ক্লাস করবে না ??
ভাবছি একটাই কথা, হালকা দীর্ঘশ্বাস ছাড়লো বকাইদা। তারপর স্বগতোক্তির ঢঙে বললো, কেষ্টদা যদি সত্যিই নেতা তৈরির ইস্কুল খুলে বসে, তাহলে পিকেদের ব্যবসাপত্তর না লাটে ওঠে!

Share.
Leave A Reply

Exit mobile version