কলকাতা ব্যুরো : নীল তিমি। ওজন ১০০ টন। খুবই বিরল প্রজাতির মাছ। গত ১০০ বছরে এই নিয়ে তৃতীয়বার এর দেখা পাওয়া গেলো অস্ট্রেলিয়ার সিডনিতে। নিউ সাউথ ওয়ালেস ন্যাশনাল পার্ক ওয়াইল্ড সার্ভিস জানাচ্ছে এই তিমি লম্বায় ৮২ ফুট। বি বি সি-র রিপোর্ট বলছে এই নীল তিমি পৃথিবীর সবথেকে বড় প্রাণী।

সিডনির এক ফটোগ্রাফার সিন কে এই তিমির ছবি তুলেছেন। তিনি জানিয়েছেন, “অবাক, বিষ্ময়ে ওই তিমি মাছকে দেখছিলাম। এত সুন্দর প্রাণী অথচ এত বৃহৎ কোনওদিন দেখিনি আগে।” ।

ওয়ার্ল্ড লাইফ ফান্ড (WWF) এর পক্ষ থেকে জানানো হয় এই ধরনের তিমি এখন সারা পৃথিবীতে মাত্র ১০ হাজার থেকে ২৫ হাজারটি রয়েছে।

https://www.instagram.com/reel/CEBUlBsjGc3/?igshid=1bst9aeplr2zf

Share.
Leave A Reply

Exit mobile version