কলকাতা ব্যুরো: আসানসোলে ভোটে প্রহসন হয়েছে। ভোট লুঠ হয়েছে। ছাপ্পা ভোট করেই তৃণমূল ভোটে জিতেছে। মঙ্গলবার এসব অভিযোগ তুলে অভিনব কায়দায় প্রতিবাদ জানালো বিজেপি। এদিন উলটো অভিমুখে হেঁটে মিছিল করে জেলা শাসকের দফতরে গিয়ে স্মারকলিপি পেশ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ অন্য নেতারা।

তবে এদিন আসানসোলের সেনর‍্যালে রোড থেকে জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল করার কথা থাকলেও মাঝপথেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। উলটো পথে হাঁটার পাশাপাশি আঙুলে ব্যান্ডেজ বেঁধে ভোট না দিতে পারারও প্রতিবাদ জানান বিজেপির নেতা-কর্মীরা।

Asansol D.M Office gherao against poll violence.

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এই অভিনব কর্মসূচির কারণ হিসেবে জানান, রাজ্য নির্বাচন কমিশন এবং আইন অনুযায়ী যেভাবে নির্বাচন করা উচিত ছিল তা হয়নি। উল্টো পথে হেঁটেছে রাজ্যের শাসক দল, তাঁর অনুসরণ করেছে রাজ্যে নির্বাচন কমিশন। তাই এই বিক্ষোভ মিছিলেও বিজেপি কর্মী সমর্থকরা উল্টোদিকে হাঁটলো।

তবে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আসানসোলের তৃণমূল নেতা অভিজিৎ ঘটক। তিনি বলেন, বিজেপির উল্টো পথে হাঁটা শুরু হয়ে গিয়েছে কারণ পশ্চিমবঙ্গে তাঁরা ধীরে ধীরে ব্যাকফুটে যাচ্ছেন। বিধানসভা নির্বাচনের পর তাঁরা ৭৭ এ গিয়ে থেমে ছিলেন। তারপর ৭৭ থেকে তাদের কমতে শুরু করে। এখন ৬৮ তে এসে থেমেছে। কাজেই বিধানসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির পেছনদিকে যাওয়া শুরু হয়ে গিয়েছে। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, ভোট দেয়নি। আর মানুষের রায় যারা মেনে না নেয় তাদেরকে পিছন দিকেই হাঁটতে হয়‌।

Share.
Leave A Reply

Exit mobile version