কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে বৃহস্পতিবারই রাজভবনে নালিশ জানিয়ে এসেছে তৃণমূলের প্রতিনিধি দল। রাজ্যপালকে এ নিয়ে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। তৃণমূল প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিঃশর্তে ক্ষমা চাওয়া, গ্রেপ্তারির দাবিতে সরব হয়। তা নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক পোস্ট করে কার্যত রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, দম থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখাক তৃণমূল!

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে আপত্তিজনক মন্তব্য করে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ (DIlip Ghosh)। এদিন রাজ্যপালের কাছে ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজারা আবেদন করেন, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিন। রাজ্যপাল তাঁদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আর এরপরই দিলীপ ঘোষ (Dilip Ghosh) ফেসবুক পোস্ট করে কড়া প্রতিক্রিয়া দিলেন। ভিডিও পোস্টে তাঁর বক্তব্য, যে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী ‘ন্যাকা’ বলে অসম্মান করেন সেই রাজ্যপালের পায়ে পড়ছেন আজ তাঁরা আমাকে গ্রেফতার করানোর জন্য! লজ্জা করে না তৃণমূলের? দম থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখাক তৃণমূল।

যে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী ন্যাকা বলে অসম্মান করেন সেই রাজ্যপালের পায়ে পড়ছেন আজ তাঁরা আমাকে গ্রেফতার করানোর জন্য! লজ্জা করে না তৃণমূলের? দম থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখাক তৃণমূল!!

Posted by Dilip Ghosh on Thursday, July 7, 2022

দিলীপ ঘোষকে (Dilip Ghosh) অবশ্য এর পালটা দিয়েছে তৃণমূল শিবিরও। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দিলীপ ঘোষ নিজের দর বাড়ানোর জন্য বলছেন এসব। ওঁকে কেন আমরা গ্রেপ্তার করার দাবি জানাব? গ্রেপ্তারি বাদ দিন, আমরা চাই, রাজ্যপাল দিলীপবাবুকে নিল ডাউন করিয়ে রাখুন রাজভবনের গেটের সামনে। কিছুক্ষণ উনি নিল ডাউন হয়ে থাকুন।

Share.
Leave A Reply

Exit mobile version