কলকাতা ব্যুরো: দলের রদবদল নিয়ে গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তার পদ খোয়ানো নিয়ে চরম হতাশা ব্যক্ত করেন ওই নেতা। এদিন আবার বারুইপুরে অনুপম হাজরার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান দলের কর্মী, সমর্থকরা। দলীয় কার্যালয়ের ভেতরেই চলে দুই গোষ্ঠীর কর্মীর মধ্যে ধুন্ধুমার সংঘর্ষ। ওই ঘটনায় গুরুতর জখম হন অন্তত পাঁচ দলীয় কর্মী। দায়িত্ব বাড়ার পর এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন অনুপম। তিনি বলেন, আমার করোনা হলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবো। তার ওই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা।

গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দলের ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটেও। দলের ব্লক সভাপতিকে সরানোর দাবিতে দলীয় কার্যালয়ে তান্ডব চালায় দলেরই কর্মী, সামর্থকরা।

তবে রাহুল সিনহার ক্ষোভে প্রলেপ দিতে ময়দানে নেমেছেন মুকুল রায়। গতকালই যিনি দলের সর্বভারতীয় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, রাহুল সিনহাই বাংলায় বিজেপির মুখ। দীর্ঘ সময় ধরে তিনি দল করছেন।

Share.
Leave A Reply

Exit mobile version