কলকাতা ব্যুরো: রাত পোহালেই বিহার ভোটের ফল ঘোষণা। আর এখন এই ফল ঘোষণার দিকেই তাকিয়ে গোটা দেশের রাজনৈতিকমহল। বিহারে কি ফল হয় তা জানতে সবচেয়ে বেশি আগ্রহ বাংলায়। কারণ এর পরেই বিধানসভা বাংলায়। নির্বাচন ফল নিয়ে বিভিন্ন সমীক্ষায় এন ডি এ র জেতার সুযোগ কম বলে ইঙ্গিত দিচ্ছে। সমীক্ষার ফল টিকটক হলে আগামী দিনে বিহার শাসন করতে পারে তরুণ তুর্কি জল সে ক্ষেত্রে তেজস্বী যাদব যেমন সামনে থাকবেন তেমনি চিরাগ পসোয়ানকেও দেখা যেতে পারে একটা বড় ভূমিকায়। বিহারের লালু নীতীশদের জমানা শেষ করে নয়া প্রজন্ম বিহার শাসন করবে কি না এই ভোটের ফলে তাও দেখার। সমীক্ষার ফলে চাপ রয়েছে বিজেপির। আবার কোন কোন সংস্থা বিধানসভার ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত দিয়েছে। যদিও বুথ ফেরত সমীক্ষা সব সময় যে মেলে না তা অতীতে একাধিকবার প্রমাণিত হয়েছে।

বিহারে ২৪২ বিধানসভা আসনের বিধানসভায় সরকার গড়তে হলে দরকার ১২২ আসন। এবিপি নিউজ সি এর সমীক্ষায় এনডিএ জোটকে ১০৪ থেকে ১২৮ টি আসন দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী জোটকে দেওয়া হয়েছে ১০৮ থেকে ১৩১ টি আসন। ফলে খুব স্বাভাবিকভাবেই এই ফল যদি বাস্তবে প্রতিফলিত হয়, তাহলে চতুর্থবার বিহারের কুরসিতে বসা হচ্ছেনা নীতীশ কুমারের। আবার রিপাবলিক টিভি জন কি বাত এর সমীক্ষায় মোটামুটি যা ইঙ্গিত তাতে, বিরোধী জোট জিতে যেতে পারে ১৮০ টি আসন। ফলে এনডিএ র আসন দুই সংখ্যায় নেমে আসতে পারে। সমীক্ষার ফল যদি বাস্তবের কাছাকাছি পৌছে যায়, সেক্ষেত্রে আগামী দিনে বিহারের হিরো হয়ে উঠতে পারেন তেজস্বী যাদব।

আবার এবার ভোটের অন্যতম ডার্ক হর্স হয়ে উঠেছেন এল জেপি নেতা তথা সদ্যপ্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান এর ছেলে চিরাগ পাসওয়ান। ভোটের আগে শেষ মুহূর্তে এন ডি এ থেকে বেরিয়ে একলা চলার সিদ্ধান্ত নিয়েছিলেন চিরাগ। ফলে তাঁর দলের ভূমিকা এবারের ভোটে একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে। আর সমীক্ষার ফল যদি মিলে যায়, সেক্ষেত্রে নিতিশ কুমার এর থেকেও বড় ধাক্কা লাগতে পারে বিজেপির পালে। কারণ বিজেপি এবার বিহারের ভোটের ফলকে সামনে রেখে, বাংলায় লড়তে নামবে। কিন্তু সেই বিহারই যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে বাংলায় বাড়তি অক্সিজেন এর বদলে, তা বিজেপির জন্য বুমেরাং হতে পারে।

যদিও রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বিহারে ভোট সেখানকার কথা বলবে। বাংলার ভোট বাংলায় কথা বলবে। এর আগেও বিভিন্ন রাজ্যে বিজেপি জিতেছে বা হেরেছে। কিন্তু বাংলায় তারা জিততে পারেনি। তাই বলে আগামী দিনে বিহারে কি ফল তার ওপরে বাংলার ফল নির্ভর করবে, এই ধারণা তিনি খারিজ করে দিয়েছেন। যদিও বিহারে বাস্তবে কি হতে যাচ্ছে তা জানা যাবে রাত পোহালেই।

Share.
Leave A Reply

Exit mobile version